ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২১, ১৬ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১০:৩১, ১৬ ডিসেম্বর ২০১৭

সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ শনিবার ভোর ৬টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে উঠে। তিন বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দাঁড়িয়ে কিছু সময় নিরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিন বাহিনীর প্রধানরাও সেখানে উপস্থিত ছিলেন।

পরে শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সভাপতি হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তাঁদের শ্রদ্ধা নিবেদন মধ্য দিয়েই শুরু হয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার আনুষ্ঠিকতা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর জনসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

তবে সাধারণ মানুষ প্রবেশ করার আগেই শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ভারতীয় প্রতিনিধি দল, ১৪ দল, বীরশ্রেষ্ঠদের পরিবার, বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা ও সংগঠন। স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসছেন হাজারো জনতা।

এদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ভোর রাত থেকেই স্মৃতিসৌধ এলাকাসহ ঢাকা-আরিচা মহাসড়ক নিরাপত্তার চাদরে ডেকে দেওয়া হয়েছে।

 

/এমআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি