ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

হাজীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ১ ডাকাত নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩৯, ১৪ জুন ২০১৮ | আপডেট: ০৯:২০, ১৪ জুন ২০১৮

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ ইউনিয়নের সৈয়দপুর গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৮ মামলার আসামি চিহ্নিত ডাকাত জাকির (৪০) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৫ পুলিশ সদস্য।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশীয় পাইপগান, ব্যবহৃত ৪টি গুলি, বড় ও ছোট সাইজের ৪টি ছুরি, ১টি চাপাতি ও ১টি মাটি খনন কাজে ব্যবহৃত সাবল উদ্ধার করে।
বৃহস্পতিবার ভোর ৪টায় ওই গ্রামের সাবেক চেয়ারম্যান জুনাব আলীর বাগানবাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে।
নিহত জাকির একই উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের স্বর্ণা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
আহত পুলিশ সদস্যরা হচ্ছেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমান, পুলিশ সদস্য-সিদ্দিকুর রহমান, মামুন মিয়া, কামরুল ইসলাম ও সাখাওয়াত হোসেন। তারা বর্তমানে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, রাত ৩টার দিকে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে টহল পুলিশসহ ১৫ জন পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয় জনগণও টের পেয়ে আশপাশে অবস্থান নেয়। পুলিশ ডাকাতদের দিকে এগিয়ে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এক পর্যায়ে এক ডাকাত গুলিবিদ্ধ হলে বাকিরা পালিয়ে যায়। ভোর ৪টার দিকে আহত ডাকাতকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মো. আজাদ তাকে মৃত ঘোষণা করেন।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি