ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

হোমারের ‘ওডিসির’ পাণ্ডুলিপি উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ১২ জুলাই ২০১৮

গ্রিক মহাকবি হোমারের বিখ্যাত মহাকাব্য ‘দ্য ওডিসি’ এর সবচেয় পুরানো কবিতাগুচ্ছ আবিষ্কার করেছে প্রত্নতত্ত্ববিদরা। জার্মান ও গ্রিকের একদল গবেষক প্রাচীন অলিম্পিয়া থেকে খোদাই করা একটি পাথরে এই কবিতাটি দেখতে পান।

অলিম্পিক গেমসের জন্মভূমি বলা হয়ে থাকে এই অলিম্পিয়াকে। গ্রিকদের সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেন। ওডিসি ১৪ অধ্যায়ে ওই কবিতাগুলোর অবস্থান রয়েছে। এবং সেখানে ১৩টি কবিতা রয়েছে। এই কবিতাটিকে প্রত্নতত্ত্ববিদরা বলছেন, এটি দেশটির সাহিত্য ও ভূতত্ত্বের জন্য অনেক বড় পাওয়া।

ওডিসি কাব্যগ্রন্থে ১২ হাজার ১০৯ লাইন রয়েছে। ইটাসার রাজা ওডিসাসের কাহিনী নিয়ে ওডিসি নির্মাণ করেন হোমার। ট্রয় যুদ্ধে হেরে যাওয়ার পর নিজভূমে ফিরে আসার জন্য ওডিসাস ১০ বছর পায়ে হেঁটেছিলেন।

ইলিয়াডের পরই ওডেসিকে বলা হয় তার শ্রেষ্ঠ রচনা। ৬৭৫ থেকে ৭২৫ সালের মধ্যে তিনি দুটি জাত মহাকাব্যের কাজ সমাপ্ত করতে পেরেছিলেন বলে জানা গেছে। বিশ্বে সাহিত্যের ইতিহাসে এ দুটি মহাকাব্যকে শ্রেষ্ঠ রচনা হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে।

সূত্র: রয়টার্স
এমজে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি