ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

মক্কায় হারিয়ে গেলে কী করবেন...

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৩, ১৫ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:৫৪, ১৯ আগস্ট ২০১৭

সৌদি আরবের পৌঁছে মক্কায় নির্দিষ্ট বাড়িতে মালপত্র রেখে হজযাত্রীরা ওমরাহ পালন করতে বের হন। হজযাত্রী হারিয়ে গেলে দিশেহারা হয়ে পড়েন। যদিও স্থানীয় প্রবাসী, সৌদি কর্মী, মক্কার নিরাপত্তা কর্মীরা তাদেরকে পৌঁছে দেন।


বিশাল এলাকাজুড়ে মসজিদুল হারাম, প্রায় ১০০টি প্রবেশপথ রয়েছে। এ ছাড়া মসজিদুল হারাম সম্প্রসারণের জন্য ভেতরে-বাইরে নির্মাণকাজ চলছে। তবে প্রবেশপথগুলো দেখতে একই রকম হলেও নাম ও গেট নম্বর ভিন্ন।


ভিড়ের কারণে তাওয়াফ, সাঈ করতে গিয়েই হজযাত্রী বেশি হারায়। তাই সঙ্গীকে আগে থেকেই চিনিয়ে দিন হারিয়ে গেলে কোথায় অপেক্ষা করতে হবে। যেমন, তাওয়াফ শেষ করে কোথায় নামাজ আদায় করবেন।আবার সাঈ করতে গিয়ে সাফা বা মারওয়া পাহাড়ে অপেক্ষা করতে পারেন।


মক্কার হজ কার্যালয় আইটি হেল্প ডেস্ক মোয়াল্লেম বা এজেন্সির মাধ্যমে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়। যেমন বাদশা ফাহাদ ৭৯ নম্বর প্রবেশপথ ভিড়ের কারণে হারিয়ে গেলে, বাদশা ফাহাদ ৭৯ নম্বর প্রবেশপথেই অপেক্ষা করতে পারেন।


সব সময়ের জন্য আপনার সঙ্গীর মোবাইল নম্বর, এজেন্সির নাম, গ্রুপ লিডার (দলনেতা) মোবাইল নম্বর লিখে নিজের কাছে রাখুন। হারিয়ে গেলেও নির্দিষ্ট স্থানে অপেক্ষা করুন।

//আর//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি