ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

সরকারি হলো ১২টি মডেল কলেজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫১, ১৮ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:৩২, ১৮ সেপ্টেম্বর ২০১৭

বেসরকারি ১২টি উচ্চমাধ্যমিক মডেল স্কুল অ্যান্ড কলেজকে সরকারি করা হয়েছে। এ বিষয়ে আজ সোমবার এক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

সরকারি হওয়া কলেজগুলো হলো-রাজধানীর মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ, যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কোনো শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না।

সরকারি কলেজ নেই—এমন উপজেলাগুলোর ২৮৩টি বেসরকারি কলেজ জাতীয়করণ করার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি