ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বড় ছক্কা হলে দিতে হবে ৮ রান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৩, ২০ এপ্রিল ২০১৮

ধারাভাষ্যকার ও সাবেক অজি ওপেনার ডিন জোনস সম্প্রতি টুইট করে প্রস্তাব করেছেন বড় ছক্কা হলে দিতে হবে ৮ রান। সঙ্গে সঙ্গে সেই প্রস্তাবের বিরুদ্ধে টুইট করেন কিউই তারকা মিচেল ম্যাকক্লেনাঘান।
কোনও ব্যাটসম্যান ৮০ মিটার কিংবা তারও বড় ছক্কা হাঁকালে সেটা ৮ রান হওয়া উচিত, সম্প্রতি টুইটারে এমন দাবি করেন ধারাভাষ্যকার ডিন জোনস। এর আগে অবশ্য একই কথা বলেছিলেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আইপিএল আয়োজকদের তিনি প্রস্তাব দিয়েছিলেন, ‘বড় ছয়’-এ ৮ রান করে দেওয়া হোক।
ব্যাটসম্যানদের এই বাড়তি সুবিধে দেওয়ার প্রস্তাবের বিরুদ্ধে এবার সরব হলেন মুম্বাই দলের ক্রিকেটার মিচেল ম্যাকক্লেনাঘান। তাঁর পালটা দাবি, ব্যাটসম্যানরা বাড়তি সুবিধা পেলে বোলারদেরও তেমন সুবিধা প্রাপ্য।
টুইটে তিনি লিখেছেন, ‘কোনও বোলার স্টাম্প উপড়ে ফেললে কিংবা কোনও ফিল্ডার এক হাতে ক্যাচ লুফেলে বিপক্ষ একসঙ্গে ৩ উইকেট হারাবে এমন নিয়ম করা উচিত।’ ম্যাকক্লেনাঘানের এই দাবিকে সমর্থন জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা বোলার ডেল স্টেইনও।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি