ইসলামী ব্যাংক
আরাস্তু খানের পদত্যাগ,নতুন চেয়ারম্যান নাজমুল হাসান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:২৪ পিএম, ১৭ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আরাস্তু খান পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তিনি এ পদত্যাগপত্র জমা দেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগের পর ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে চেয়ারম্যান আরাস্তু খানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। নতুন চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হাসানকে।
এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে ব্যাংকটির ব্যবস্থাপনা কমিটির শীর্ষ ৫ জন কর্মকর্তাকে অপসারণ করা হয়। যদিও ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা সবাই পদত্যাগ করেছেন। এদিকে আরাস্তু খানের সঙ্গে পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুরুল ইসলাম। দুজনই সরকারের সাবেক সচিব।
২০১৭ সালের ৫ জানুয়ারি ব্যাংকটির মালিকানা ও ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের সময় নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন আরাস্তু খান। এরপর ব্যাংকটির বিভিন্ন পর্যায়ে নানা পরিবর্তন আসে। গত সপ্তাহেও ব্যাংকটির শীর্ষ পাঁচ কর্মকর্তাকে পদত্যাগ করতে হয়।
আজ মঙ্গলবারের সভায় নতুন চেয়ারম্যান হিসেবে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হাসানের নাম প্রস্তাব করা হয়েছে। আরাস্তু খানকে মনোনয়ন করা আরমাডা স্পিনিং মিলের পক্ষে নতুন করে পরিচালক হয়েছেন তিনি।
তবে আরাস্তু খান গণমাধ্যমকে বলেন, কাজের চাপ সামলাতে না পেরে পদত্যাগ করেছি। ব্যাংকের কারণে পরিবারকে সময় দেওয়া সম্ভব হচ্ছিল না।
২০১৭ সালের ৫ জানুয়ারি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মুস্তাফা আনোয়ারকে সরিয়ে পরিচালনা পর্ষদের প্রথম সভাতেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আরাস্তু খান। তৎকালীন ভাইস চেয়ারম্যান আজিজুল হকও সেদিন পদত্যাগ করেছেন। এ ছাড়া ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল মান্নানকে সরিয়ে দেওয়া হয়েছিল। জামায়াত নেতাদের মালিকানাধীন প্রতিষ্ঠান ইবনে সিনার প্রতিনিধি হিসেবে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন মুস্তাফা আনোয়ার।
কমার্স ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে ইসলামী ব্যাংকের দায়িত্বে এসেছিলেন আরাস্তু খান। আরমাডা স্পিনিং মিলস নামে একটি প্রতিষ্ঠানের পক্ষে ইসলামী ব্যাংকের পরিচালক হয়েছিলেন তিনি।
আরাস্তু খান বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ডিগ্রি লাভের পর আরাস্তু খান যুক্তরাষ্ট্রের হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করেন মাস্টার্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (এমপিএ) বিষয়ে। আরাস্তু খান ১৯৫৬ সালে মানিকগঞ্জ জেলার গরপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন।
আরকে//টিকে
- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মিছিল-সমাবেশ
- মার্কিন মানবাধিকার প্রতিবেদন কূটনৈতিক শিষ্টাচার-বহির্ভূত
- পুরুষদের জন্য জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেট
- অনৈতিক সেবার বিনিময়ে বাড়ি ভাড়া যুক্তরাজ্যে
- কোটা সংস্কার চায় সংসদীয় কমিটি
- ব্র্যান্ড ট্রাস্ট রিপোর্টে সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড স্যামসাং
- বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রণালয়ে চাকরির সুযোগ
- শুরু হয়েছে নোভা থ্রিই’র প্রি-বুকিং
- ইসলামী ব্যাংক কুমিল্লা ও নোয়াখালী জোনের সম্মেলন অনুষ্ঠিত
- ডয়চে ভেলের বিশ্লেষণ
ইইউ সংস্কার ইস্যুতে মেরকেল-মাক্রোর দূরত্ব বাড়বে - আওয়ামী লীগ ও বিএনপিকে নিয়ে বিজেপি`র ভাবনা কী?
- নিষেধাজ্ঞার সময়ে বিয়ে করবেন স্মিথ
- নির্বাচনে না এলে জনগণ বিএনপিকে লালকার্ড দেখাবে
- ‘ভাষায় ভুল ব্যবহার মাতৃভাষাকে হত্যার শামিল’
- সোস্যাল ইসলামী ব্যাংক সিলেট শাখাসমূহের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
- এলিট ফোর্সের কর্মীদের টনিক সেবা দেবে গ্রামীণ ফোন
- বনানীতে ব্যাংক এশিয়ার শাখা উদ্বোধন
- তারেক রহমানকে দেশে পাঠাতে যুক্তরাজ্য সরকারের আগ্রহ
- বাঁশখালীতে স্ট্যান্ডার্ড ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্বোধন
- ১৮ জনকে নিয়োগ দেবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
- অতিরিক্ত ঘামেও মেকআপ আর চুল তাজা রাখবেন যেভাবে
- প্রথম প্রান্তিকে ৩১২০ কোটি টাকা আয় গ্রামীণ ফোনের
- ছোট্ট সেঁজুতির চিঠির জবাব দিলেন প্রধানমন্ত্রী!
- কাপ জিতেও হতাশা বার্সায়