কর ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনা হবে: অর্থমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:০৪ পিএম, ১২ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৬:৪৪ পিএম, ১২ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নতুন অর্থবছরে কর ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনা হবে। বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে এনবিআর ও এফবিসিসিআই আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৩৯তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘দশ বছর আগে কর দেওয়ার ক্ষেত্রে মানুষের মধ্যে যে ভিতি ছিল সেটা দূর হয়ে গেছে। দেড় বছর আগেই টিআইএনধারীর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। এই টিআইএনধারীরদের নিয়ে বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছি।’
তিনি বলেন, ‘নির্বাচনের বছর হওয়াতে এবার বাজেট প্রণয়নের কাজ আমরা একটু আগেই শুরু করেছি। অন্যান্য বছর ফেব্রুয়ারি-মার্চে শুরু হলেও এবার আমরা জানুয়ারিতেই কাজ শুরু করে দিয়েছি। কারণ, আমি নিজেই চাই, এবারের নির্বাচনি বছরে নতুন কিছু উদ্যোগ যাতে নেওয়া যায়। পুরনো যে সব উদ্যোগ নিয়েছি, সেগুলো যাতে পারফেক্ট করা যায়। ভালো করা যায়। সেটাও আমার উদ্দেশ্য।’
আবুল মাল আবদুল মুহিত আরও বলেন, ‘দেশের রাস্তাঘাট খারাপ হওয়ায় মানুষের কষ্ট সবচেয়ে বেশি। রাস্তা ধ্বংস হওয়ায় মানুষের কষ্ট, এটা সবচেয়ে বেশি প্রকট। সারা দেশের রাস্তার অবস্থাই খারাপ। দেশের বদনামও এই জন্যই। আমি ব্যক্তিগতভাবে এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বসে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি।’
তিনি আরও বলেন, ‘অধিকাংশ রাস্তা একই মাপের হওয়ায় ব্যবসায়ীরা কন্টেইনার আনতে অসুবিধায় পড়েন। সারা দেশেই এটা একটা বড় সমস্যা। এ কারণে রাস্তাগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এর থেকে উত্তরণের চেষ্টা করছি। এজন্য রাস্তার গ্রেডিং আন্তর্জাতিক মানের করা হচ্ছে। গাড়ি চলাচলে যাতে দেশে একটি সিস্টেম প্রবর্তিত হয় সেজন্য রাস্তায় বড় গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ আনারও উদ্যোগ নেওয়া হচ্ছে।’
অর্থমন্ত্রী ই-কমার্স ব্যবসাকে আইটিএস খাতের অন্তর্ভুক্ত করারও ঘোষণা দেন। পাশাপাশি পণ্য সরাসরি রফতানির ক্ষেত্রে প্রণোদনার বিষয়টি নিশ্চিত করা হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন। একই সঙ্গে বেকারি ও কৃষিজাত পণ্যে ভ্যাট প্রত্যাহার করা হতে পারে বলেও আভাস দিয়েছেন তিনি। তবে, পোল্ট্রিতে কোনও প্রণোদনা দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
পরামর্শক কমিটির সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া সভাপতিত্ব করেন। সভায় এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ছাড়াও এফবিসিসিআইয়ের সাবেক ও বর্তমান নেতারা বক্তব্য রাখেন।
এসি
- ৩০০ উইকেট শিকারের রেকর্ড সাকিবের
- শাকিব নয় জিতের পাশে নুসরাত ফারিয়া
- গরমে থাকুক ডাবের পুডিং
- ‘বিনোদন নগরী’ নির্মাণ করছেন সৌদি আরব
- মাদ্রাসায় বাধ্যতামুলক হচ্ছে কারিগরি শিক্ষা
- সানিয়া মির্জার অন্তঃসত্ত্বায় যা বললেন ফারাহ খান
- দুর্ভাগ্যজনক আউটের শিকার সাকিব
- বুধবার শেষ হচ্ছে বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিবন্ধন
- খালেদার সঙ্গে দেখা করেছেন স্বজনরা
- তাবিথ আউয়ালকে দুদকে তলব
- নবীন ব্যাংকারদের ২০ ভাগই এখন নারী
- শতভাগ বিদ্যুতায়নের দ্বারপ্রান্তে দেশ: পলক
- জুলাই থেকে ৫ শতাংশ সুদে গৃহঋণ
- বাংলালিংকের সাথে বিশেষ অফারে ফোর-জি সেট আনল সিম্ফনি
- দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির শপথ নিলেন আবদুল হামিদ
- ‘নিয়তি’ নিয়ে জাজের প্রতিবাদ
- অ্যাজমা থেকে বাঁচতে ১৫ সতর্কতা
- পাকা আমসত্ত্বের পায়েস
- রাজীবের দুই ভাই পেল ৫০ হাজার টাকা
- ফেনীতে গৃহবধূকে গুলি করে হত্যা
- সম্পর্ক ঠিক রাখতে যে বিষয়গুলো জানা জরুরি
- টানা তিনদিনের দরপতনে শেয়ারবাজার
- ফুসফুসের ক্যান্সার রোধে ১৭০টি ভেষজ
- ক্ষমতায় কে থাকবে তা দেশের জনগণই নির্ধারণ করবে: কাদের