দীর্ঘমেয়াদী ফান্ডের ৭৫ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ ব্যাংক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ১৪ জুলাই ২০১৭ শুক্রবার | আপডেট: ০৫:৩৯ পিএম, ১৪ জুলাই ২০১৭ শুক্রবার

বিশ্ব ব্যাংকের ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট (এফএসএসপি)’ থেকে দীর্ঘমেয়াদী আর্থিক সুবিধা পাওয়ার লক্ষ্যে রফতানিভিত্তিক কোম্পানিগুলোর করা প্রায় ৩৫ দশমিক ২৯ কোটি মার্কিন ডলারের ৭৫ টি প্রকল্প প্রস্তাব পেয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, আমরা ইতোমধ্যে ৪৩টি প্রস্তাবের ১৯ দশমিক ২৮ কোটি মার্কিন ডলার অনুমোদন করেছি। এর মধ্যে ৩১টি প্রস্তাবের মার্কিন ১০ দশমিক ০১ ডলার বিতরণ করা হয়েছে। অনুমোদিত অবশিষ্ট অর্থ বিতরণের প্রক্রিয়ায় রয়েছে।
তিনি বলেন, অনুমোদিত মোট ফান্ড থেকে কিছু আংশিক বিতরণ করা হয়েছে এবং আরো কিছু মেশিনারি আমদানির জন্য বিতরণ প্রক্রিয়ার মধ্যে আছে, যা এলসি খোলার পর বিতরণ করা হবে।
বিবি সূত্র জানায়, আবেদনপত্রগুলো বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে পাঠানো হয়, যার মধ্যে তিনটি প্রস্তাব কেন্দ্রীয় ব্যাংকের প্রক্রিয়ায় রয়েছে এবং ১৬টি বিশ্ব ব্যাংক বাতিল করেছে।
সাউথইস্ট ব্যাংক লিমিটেডের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আবদুল বাতেন চৌধুরী বলেন, ‘আমরা চারটি কোম্পানির ৩ দশমিক ৪৬ কোটি মার্কিন ডলারের প্রস্তাব জমা দিয়েছি। এতে ইতোমধ্যে দুটি কোম্পানির ২ কোটি ১ লাখ মার্কিন ডলার ফান্ড অনুমোদন হয়েছে।’ দেশের উৎপাদন খাতে এফএসএসপি-র দীর্ঘমেয়াদী এই ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ ব্যাংক অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পৃথকভাবে চুক্তি করেছে, যা দেশের রফতানিমুখি শিল্পে ৩১টি ব্যাংকের মাধ্যমে ফান্ড বিতরণ করবে।
মোট টাকার মধ্যে বিশ্ব ব্যাংক ৩০ কোটি ও বাকি অর্থ বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব তহবিল থেকে প্রদান করবে। এই প্রকল্পের মেয়াদ ১ জুলাই ২০১৫ থেকে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত। খবর : বাসস।
- আজ দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন রাষ্ট্রপতি
- সালমানের বিরুদ্ধে নতুন অভিযোগ
- ফের অভিনয়ে ব্যস্ত মোনালিসা
- গীতিকার অপূর্বকে অনুপ্রেরণা দিচ্ছে সাফা!
- ট্রাম্পের সাথে কেন হাত মেলাচ্ছেন কিম?
- রফতানি বৃদ্ধির লক্ষ্যে থাইল্যান্ডের সঙ্গে এফটিএ চুক্তি হবে
- কাঁচামাল সরবরাহের দ্বন্দ্বে বাড্ডায় খুন [ভিডিও]
- কারাগারে আসিফ
- যেভাবে একটি শিশুকে বাঁচালো কুকুর
- ১৮ পদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরির সুযোগ
- ‘টিনেজারদের চোখে হৃদরোগের সংকেত’
- স্নাতক পাশেই ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ
- দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন: তারানা
- প্রাথমিকে আরো আট হাজার শিক্ষক নিয়োগ জুনে
- ছেলের মা হয়েছেন কেইট মিডলটন
- রাজধানীতে সপ্তাহব্যাপী নৃত্য উৎসব শুরু
- আলোকিত নতুন প্রজন্ম গড়ে তুলতে বই পড়ার বিকল্প নেই
- বিজেপির সম্পাদকের সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক [ভিডিও]
- মৃত্যু ঘোষিত শিশুটি আশঙ্কামুক্ত নয়, তদন্ত কমিটি [ভিডিও]
- `চালবাজ` মুক্তি পাচ্ছে ২৭ এপ্রিল
- রোজিনার আরও অবনতি, স্বজনদের উদ্বেগ
- শেখ হাসিনার ‘সাহসী’ নেতৃত্বের প্রশংসায় মোদি [ভিডিও]
- মা হতে চলেছেন সানিয়া
- তারেক আর বাংলাদেশের নাগরিক নন: শাহরিয়ার আলম