শাহজালার বিমানবন্দর : ভুল করার শাস্তি বই পড়া
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫১ পিএম, ১৬ এপ্রিল ২০১৮ সোমবার | আপডেট: ১১:১৫ এএম, ১৭ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে কর্মচারীদের ভুল সংশোধনে বই পড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। প্রজেক্ট টুকিটাকি নামে এই ব্যবস্থা চালু করেছে এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট। শাস্তি হিসেবে বই পড়ে সেটির উপর লিখিত এবং মৌখিক পরীক্ষায় পাশ করলে তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে।
পাশ করার পর যে বইটি পড়েছে তার একটি নতুন কপি এবং আরো নতুন একটি বইও লাইব্রেরিতে জমা রাখতে হবে। আগামীতে আবার এ ধরনের কাজ করলে, সেই দুটি বই পড়ে আবার পরীক্ষা দিতে হবে।
এয়ারপোর্ট বাংলাদেশ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ বলেন, সর্বোচ্চ সাতদিনের মধ্যে একটি বই পড়ে পরীক্ষা দিতে হবে, অনেকটা বুক রিভিউর মতো।
এই উদ্যোগ কি অপরাধীদের শাস্তি থেকে বাঁচিয়ে দিচ্ছে? এমন প্রশ্নের জবাবে ইউসুফ গণমাধ্যমকে বলেন, অপরাধ করার পরে কিন্তু আমরা কাউকে ছাড় দিচ্ছিনা, ঠিকই জেল জরিমানা দিচ্ছি। তিনি বলেন, যে অপরাধে আমরা আগে শুধু সতর্ক করে ছেড়ে দিতাম, সেগুলো সংশোধনের জন্য বই পড়ার নিয়ম চালু করেছি।
তিনি জানান, এক মাসেরও কম সময়ে প্রায় অর্ধ-শতাধিক কর্মচারী এই নিয়মের আওতায় এসেছেন। শুরুতে প্রতিদিন দুই তিনজন অনিয়মে অভিযুক্ত হলেও প্রজেক্ট টুকিটাকি শুরু হওয়ার পর এখন সে হার কমে এসেছে।
ইউসুফ জানান, লুকিয়ে বইপড়া অনেকের কাছে বাড়তি একটা চাপ। হঠাৎ হাতে বই দেখলে কলিগরা বুঝে ফেলছে, বাসার লোকজন বুঝে ফেলছে, সে কোনো একটা অন্যায় করে ধরা পড়েছে।
যে ভুল গুলোর জন্য শাস্তি দেওয়া হচ্ছে সেগুলো হলো-
*যাত্রীদেরকে ট্রলি নিয়ে হয়রানি করা অথবা তাদের থেকে টাকা আদায়
*যাত্রীদের সাথে অশোভন আচরণ
*নির্দিষ্ট সীমারেখা বা জোন অতিক্রম করা
*ইমিগ্রেশন কার্ড পূরণের সময় যাত্রীদের কাছ থেকে বখশিশ নেওয়া
*মানি এক্সচেঞ্জের জন্য যাত্রীদের ডাকাডাকি করা ইত্যাদি
কীভাবে শুরু হলো এই উদ্যোগ? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, শুরুতে ম্যাজিস্ট্রেটদের উদ্যোগে কিছু বই কেনা হয়।পরবর্তীতে দন্ডপ্রাপ্ত কর্মচারীরা শাস্তি হিসেবে যেসব নতুন বই জমা রাখছে তাতেই সমৃদ্ধ হচ্ছে এই লাইব্রেরি।
তিনি জানান, শুধু অনিয়ম নয়, কোনো কর্মচারী ভালো কাজ করলেও পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে বই।
সূত্র: বিবিসি বাংলা
এমএইচ/
- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মিছিল-সমাবেশ
- মার্কিন মানবাধিকার প্রতিবেদন কূটনৈতিক শিষ্টাচার-বহির্ভূত
- পুরুষদের জন্য জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেট
- অনৈতিক সেবার বিনিময়ে বাড়ি ভাড়া যুক্তরাজ্যে
- কোটা সংস্কার চায় সংসদীয় কমিটি
- ব্র্যান্ড ট্রাস্ট রিপোর্টে সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড স্যামসাং
- বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রণালয়ে চাকরির সুযোগ
- শুরু হয়েছে নোভা থ্রিই’র প্রি-বুকিং
- ইসলামী ব্যাংক কুমিল্লা ও নোয়াখালী জোনের সম্মেলন অনুষ্ঠিত
- ডয়চে ভেলের বিশ্লেষণ
ইইউ সংস্কার ইস্যুতে মেরকেল-মাক্রোর দূরত্ব বাড়বে - আওয়ামী লীগ ও বিএনপিকে নিয়ে বিজেপি`র ভাবনা কী?
- নিষেধাজ্ঞার সময়ে বিয়ে করবেন স্মিথ
- নির্বাচনে না এলে জনগণ বিএনপিকে লালকার্ড দেখাবে
- ‘ভাষায় ভুল ব্যবহার মাতৃভাষাকে হত্যার শামিল’
- সোস্যাল ইসলামী ব্যাংক সিলেট শাখাসমূহের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
- এলিট ফোর্সের কর্মীদের টনিক সেবা দেবে গ্রামীণ ফোন
- বনানীতে ব্যাংক এশিয়ার শাখা উদ্বোধন
- তারেক রহমানকে দেশে পাঠাতে যুক্তরাজ্য সরকারের আগ্রহ
- বাঁশখালীতে স্ট্যান্ডার্ড ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্বোধন
- ১৮ জনকে নিয়োগ দেবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
- অতিরিক্ত ঘামেও মেকআপ আর চুল তাজা রাখবেন যেভাবে
- প্রথম প্রান্তিকে ৩১২০ কোটি টাকা আয় গ্রামীণ ফোনের
- ছোট্ট সেঁজুতির চিঠির জবাব দিলেন প্রধানমন্ত্রী!
- কাপ জিতেও হতাশা বার্সায়