সপ্তদশ সংশোধনী বিল উঠছে সংসদে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:০০ পিএম, ১০ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

বাংলাদেশের সংবিধানে সপ্তদশ সংশোধনী আনতে একটি বিল সংসদে উঠছে। এতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচনের বিধি আরও ২৫ বছর বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। ফলে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও থাকছে সংরক্ষিত আসন।
আজ মঙ্গলবার ‘সংবিধান (সপ্তদশ সংশোধন) বিল-২০১৮’ সংসদে তুলবেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হবে।
সূত্র জানিয়েছে, অষ্টম জাতীয় সংসদে ২০০৪ সালে সংবিধান সংশোধন করে সংরক্ষিত নারী সদস্যের ৪৫টি আসন সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে আনুপাতিক হারে বণ্টনের ব্যবস্থা করা হয়। তখন এ আইনের মেয়াদকাল নির্ধারণ করা হয় পরবর্তী সংসদের অর্থাৎ, নবম সংসদের প্রথম বৈঠক থেকে দশ বছর। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের সংসদের প্রথম অধিবেশন বসে ২০০৯ সালের ২৫ জানুয়ারি। সেই হিসেবে সংরক্ষিত নারী সংসদ সদস্যের মেয়াদ আছে ২০১৯ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত রয়েছে।
কিন্তু ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়িয়ে ৫০ করা হয়। সে অনুযায়ী ৩৫০ জন সংসদ সদস্য নিয়ে গঠিত বর্তমান জাতীয় সংসদে সরাসরি নির্বাচনের মাধ্যমে ৩০০ জন এবং সংসদের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে ৫০ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য রয়েছেন।
তবে পঞ্চদশ সংশোধনীতে ওই বিধির মেয়াদ না বাড়ানোয় ২০১৯ সালের ২৪ জানুয়ারির পর তার আর কার্যকারিতা থাকবে না। এ কারণেই ওই বিধির মেয়াদ আরও ২৫ বছর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে সরকারের পক্ষ থেকে।
উল্লেখ্য, সংবিধানের সর্বশেষ সংশোধন হয়েছিল ২০১৬ সালে। ওই সংশোধনে উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নেওয়া হলে সর্বোচ্চ আদালত ওই সংশোধনী অবৈধ বলে রায় দেন। ওই রায় পুনর্বিবেচনার জন্য আপিল বিভাগে ইতোমধ্যে আবেদন করেছে সরকার।
একে// এআর
- ৩০০ উইকেট শিকারের রেকর্ড সাকিবের
- শাকিব নয় জিতের পাশে নুসরাত ফারিয়া
- গরমে থাকুক ডাবের পুডিং
- ‘বিনোদন নগরী’ নির্মাণ করছেন সৌদি আরব
- মাদ্রাসায় বাধ্যতামুলক হচ্ছে কারিগরি শিক্ষা
- সানিয়া মির্জার অন্তঃসত্ত্বায় যা বললেন ফারাহ খান
- দুর্ভাগ্যজনক আউটের শিকার সাকিব
- বুধবার শেষ হচ্ছে বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিবন্ধন
- খালেদার সঙ্গে দেখা করেছেন স্বজনরা
- তাবিথ আউয়ালকে দুদকে তলব
- নবীন ব্যাংকারদের ২০ ভাগই এখন নারী
- শতভাগ বিদ্যুতায়নের দ্বারপ্রান্তে দেশ: পলক
- জুলাই থেকে ৫ শতাংশ সুদে গৃহঋণ
- বাংলালিংকের সাথে বিশেষ অফারে ফোর-জি সেট আনল সিম্ফনি
- দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির শপথ নিলেন আবদুল হামিদ
- ‘নিয়তি’ নিয়ে জাজের প্রতিবাদ
- অ্যাজমা থেকে বাঁচতে ১৫ সতর্কতা
- পাকা আমসত্ত্বের পায়েস
- রাজীবের দুই ভাই পেল ৫০ হাজার টাকা
- ফেনীতে গৃহবধূকে গুলি করে হত্যা
- সম্পর্ক ঠিক রাখতে যে বিষয়গুলো জানা জরুরি
- টানা তিনদিনের দরপতনে শেয়ারবাজার
- ফুসফুসের ক্যান্সার রোধে ১৭০টি ভেষজ
- ক্ষমতায় কে থাকবে তা দেশের জনগণই নির্ধারণ করবে: কাদের