ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

-----শ্যামল মেয়ে-----

প্রকাশিত : ১৬:২৬, ২৮ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:০৭, ১ সেপ্টেম্বর ২০১৭


ওগো শ্যামল মেয়ে কি দেখছো চেয়ে,
পুকুর জলে আলো ছায়ার মিতালি!
নাকি ভাবছো কেমন করে দূরের
ওই আকাশ ডুবলো এই পুকুরে!
ভাবছো বুঝি সূর্যটার
বসত এই পুকুর তলে!
আকাশেও সূর্য পুকুরেও সূর্য,
কোনটা আসল, কোনটা নকল
ভেবেই হচ্ছো ব্যাকুল।

বোঝ না কেন আকাশ কখনো
ডুবতে পারে না পুকুর তলে।
দেখছো যা আসল নয় তা,
সবই তোমার চোখের ভুল।
প্রতিবিম্বকে ভাবছো আসল,
আসলে তা নয়তো আসল।
কার বিরহে কাতর অমন!
সইছো কার ছলনা!
কাকে তুমি আসল ভেবে,
বেসেছিলে ভালো অমন।

আমি আছি তোমারই পাশে,
বাড়িয়ে হাত, ধরবে কখন !
আসল চেনো, নকল ছাড়ো।
ছায়ার পিছে ছুটো না,
ছায়া তোমায় দেবে ধোঁকা,
কিছু বলতে পারবে না।
তাইতো বলি এসো মেয়ে,
আসল হাতটি ধরো এসে,
সুখে থাকবে অবশেষে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি