ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

একনজরে পুঁজিবাজারের সব খবর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫০, ২৩ জানুয়ারি ২০১৮

এসকোয়ার নিট কম্পোজিটকে বিডিংয়ের অনুমতি

বুক বিল্ডিং পদ্ধতিতে ইলেকট্রনিক বিডিং সম্পাদনের ‘কাট অফ প্রাইস’ নির্ধারণের অনুমোদন পেয়েছে এসকোয়ার নিট কম্পোজিট লিমিটেড। কোম্পানিটি আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। 

এক ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে জরিমানা

সিকিউরিটিজ আইন অমান্য করায় ফার্স্ট ক্যাপিটাল লিমিটেডকে ১ লাখ এবং একটি বেসরকারি ব্যাংকের পরিচালককে ৫ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।

স্টক ডিভিডেন্ড বণ্টন

অনুমোদিত স্টক ডিভিডেন্ড সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে পাঠিয়েছে ফু-ওয়াং ফুডস, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ ও মুন্নু জুট স্টাফলার্স লিমিটেড। 

২৪ জানুয়ারি যেসব কোম্পানির বোর্ড মিটিং

জিবিবি পাওয়ার, ডেফোডিল কম্পিউটার্স, হামিদ ফেব্রিকস, বিডি ল্যাম্পস, ফরচুন সুজ, যমুনা অয়েল, আনলিমা ইয়ার্ন ডায়িং, ন্যাশনাল টি কোম্পানি ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ- আইসিবি’র পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি। সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

২৫ জানুয়ারি যেসব কোম্পানির বোর্ড মিটিং

প্রাইম টেক্সটাইল, বেঙ্গল উইন্ডসোর, ডরিন পাওয়ার, ডেসকো, মোজাফফর হোসেন স্পিনিং, সামিট পাওয়ার ও আজিজ পাইপস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি। সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

২৭ জানুয়ারি যেসব কোম্পানির বোর্ড মিটিং

আলহাজ টেক্সটাইল, ন্যাশনাল পলিমার, জেএমআই সিরিঞ্জ, খুলনা পাওয়ার, আর্গন ডেনিমস, ইভিন্স টেক্সটাইল, হাক্কানী পাল্প, ইবনে সিনা, শাশা ডেনিমস, মতিন স্পিনিং, ইফাদ অটোস ও ইস্টার্ন লুব্রিক্যান্টস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ২৭ জানুয়ারি। সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

২৮ জানুয়ারি যেসব কোম্পানির বোর্ড মিটিং

এনভয় টেক্সটাইল, রেনউইক যজ্ঞেশ্বর, এমআই সিমেন্ট, আরএন স্পিনিং, প্রিমিয়ার সিমেন্ট, ওরিয়ন ফার্মা, কোহিনুর কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশনস, অলিম্পিক এক্সেসোরিজ, গোল্ডেন হারভেস্ট, মডার্ন ডায়িং, পাওয়ার গ্রিড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, রেনাটা, তিতাস গ্যাস, ফু-ওয়াং ফুড, আইটি কনসালটেন্টস, সোনারগাঁও টেক্সটাইল, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারি। সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

আরএকে সিরামিকস

আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারি। সভায় ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।

গ্রামীণফোন

গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ২৯ জানুয়ারি। সভায় ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।

২৯ জানুয়ারি যেসব কোম্পানির বোর্ড মিটিং

এমবী ফার্মা, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং, এএফসি অ্যাগ্রোবায়োটেক, অ্যাকটিভ ফাইন কেমিক্যালস, জেমিনি সী ফুড, দেশ গার্মেন্টস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট্রোলিয়াম, রহিম টেক্সটাইল, মালেক স্পিনিং, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ম্যাকসন স্পিনিং, মেট্রো স্পিনিং, আমরা টেকনোলজিস, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, শাইনপুকুর সিরামিক, বেক্সিমকো সিনথেটিকস, স্ট্যান্ডার্ড সিরামিক, নূরানী ডায়িং, শাহজিবাজার পাওয়ার কোম্পানি ও আমরা নেটওয়ার্কস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ২৯ জানুয়ারি। সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

৩০ জানুয়ারি যেসব কোম্পানির বোর্ড মিটিং

আরামিট সিমেন্ট, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, ফার কেমিক্যালস, প্যাসিফিক ডেনিমস, আরামিট, বীকন ফার্মা, গ্লোবাল হেভী কেমিক্যালস, পদ্মা অয়েল, রহিমা ফুড কর্পোরেশন ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি। সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

শেয়ারের রেকর্ড ডেট

রেকর্ড ডেটের কারণে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের শেয়ার লেনদেন আজ (মঙ্গলবার) স্থগিত রয়েছে। আগামী কার্যদিবসে আবারো লেনদেনে ফিরবে কোম্পানিগুলো। 

 

আর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি