ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪, || বৈশাখ ১২ ১৪৩১

অক্টোবর ৩১,২০১৯

ছবিটি দেখে অনেকে ভাবতে পারেন এটা কোন লাশবাহী খাটিয়া। যেখানে দেখা যাচ্ছে এক অসুস্থ রোগীকে চারজন লোক কাঁধে নিয়ে স্পীডবোটে তুলছেন। সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে এমন মধ্যযুগীয় কায়দায় কেওড়া গাছের জেটি পেরিয়ে বোটে উঠতে হয়। গত রোববারও সন্দ্বীপ-গুপ্তছড়া ঘাটে এমন দৃর্শ দেখা গেল।  এই জনপদের নারী-শিশু-পুরুষরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে হাজারও মানুষ সাগর পাড়ি দিয়ে থাকেন। টেকসই পরিকল্পনা আর যথাযথ উদ্যোগের অভাবে এখানকার মানুষের যাতায়াত ব্যবস্থা উন্নতি হয়নি স্বাধীনতার পরও। যেখানে পদ্মাসেতুর মতো মেগা প্রকল্প বাংলাদেশের সম্ভাবনাকে সমুজ্জ্বল করেছে বিশ্ব দরবারে। অথচ সন্দ্বীপের পাঁচ লাখ মানুষ আজও বঞ্চিত রয়ে গেছে নিরাপদ নৌ রুট আর আধুনিক নৌযানের সুবিধা থেকে।     আরকে//

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি