ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

গত একমাস ধরে কমছেই না চালের দাম

প্রকাশিত : ০৪:২০ পিএম, ১৬ জুন ২০১৭ শুক্রবার | আপডেট: ০৪:৪৭ পিএম, ১৬ জুন ২০১৭ শুক্রবার

গত একমাস ধরে কমছে না চালের দাম। মোটা চাল ৪৭ টাকার কম নয়। আর সরু চাল কিনতে হলে গুনতে হবে ৫৬ থেকে ৬০ টাকা। তবে চালের দাম কমার আশ্বাস দিয়েছেন খাদ্যমন্ত্রী। এদিকে গত কয়েকদিনের বৃষ্টিতে উর্ধŸমুখি সবজির বাজার। তবে কিছুটা কমেছে খোলা চিনির দাম। অপরিবর্তিত রয়েছে তেল, ছোলা, ডাল আর মাংসের বাজার। 

গেলো কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সবজির দাম। লম্বা বেগুন কেজি প্রতি ৮০ টাকা, তাল বেগুন ৫০ টাকা, বরবটি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে ।
পেয়াঁজ, রসুন আদা আগের দামেই বিক্রি হচ্ছে। তেল ও মসলা গত সপ্তাহের দামে বিক্রি হলেও দাম কমেছে খোলা চিনির।

সরকার নির্ধারিত দামে গরু ও খাসির মাংস বিক্রি করছেন বলে দাবি করছেন ব্যবসায়ীরা।
এদিকে চালের বাজারে অস্থিরতা কাটছেই না। আগের বর্ধিত দামেই বিক্রি হচ্ছে চাল। মোটা চাল ৪৭ টাকা, মিনিকেট ৫৪ টাকা আর ভালো মানের নাজিরশাইল প্রতি কেজি ৬২ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে প্রেসক্লাবে এক অনুষ্ঠানে চালের দাম কমবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
ভরা মৌসুমে চালের দাম না কমায় হতাশ ক্রেতারা।