ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

ঈদ উপলক্ষে অভ্যন্তরীণ বিমানের টিকেট বিক্রি শেষ হয়েছে রমজানের আগেই

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ১৬ জুন ২০১৭ শুক্রবার | আপডেট: ০৪:৫৮ পিএম, ১৬ জুন ২০১৭ শুক্রবার

ঈদ উপলক্ষে অভ্যন্তরীণ বিমানের টিকেট বিক্রি শেষ হয়েছে রমজানের আগেই। যাত্রীর চাপ সামলাতে অতিরিক্ত ৪৩টি ফ্লাইটের ব্যবস্থা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বেসরকারী এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলো। তবে সেক্ষেত্রে ভাড়া গুণতে হচ্ছে প্রায় দ্বিগুন। ২২ থেকে ২৫ জুন পর্যন্ত দেশের ৬টি রুটে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ২৫টি ফ্লাইট পরিচালনা করবে, যার প্রতিটির আসন সংখ্যা ২ হাজার ১শ’। 

ঈদ কিংবা সার্বজনীন উৎসবে ঘরমূখো মানুষের যাতায়াতে বাস, ট্রেন ও লঞ্চের সাথে যুক্ত হয়েছে আকাশপথ। অভ্যন্তরীণ রুটে আকাশপথে যাত্রায় বেসামরিক বিমান কর্তৃপক্ষের পাশাপাশি সেবা দিচ্ছে বেসরকারী এয়ারলাইন্স ইউএস বাংলা, নভোএয়ার ও রিজেন্টের মতো প্রতিষ্ঠান। ঈদ উপলক্ষে এসব প্রতিষ্ঠানের নির্ধারিত ফ্লাইটের টিকেট বিক্রি শেষ, তাই যাত্রী চাহিদা অনুযায়ি অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

এবার ২০ হাজারের বেশি যাত্রী ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী, কক্সবাজার, বরিশাল, সিলেট ও সৈয়দপুরে যাত্রা করবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এছাড়াও প্রতিটি বিমানের রেগুলার ফ্লাইটও পরিচালনা করবে প্রতিষ্ঠানগুলো।

ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটে জনপ্রতি ভাড়া
বাংলাদেশ বিমান ভাড়া (সর্বনি¤œ) ইউএস বাংলা এয়ারলাইন্স ভাড়া (সর্বনি¤œ)
ঢাকা-রাজশাহী ২০০০/= রাজশাহী- ঢাকা ১৫৯৯/=
ঢাকা -বরিশাল ২০০০/= বরিশাল- ঢাকা ১৫৯৯/=
ঢাকা- সিলেট ২০০০/= ঢাকা-সিলেট ৩২০০/=
ঢাকা-যশোর ২০০০/= যশোর -ঢাকা ১৯০০/=
ঢাকা- সৈয়দপুর ২০০০/= সৈয়দপুর-ঢাকা ১৯০০/=
ঢাকা-চট্টগ্রাম ২৫০০/= ঢাকা-চট্টগ্রাম ৩২০০/
ঢাকা-কক্সবাজার ৩৫০০/= ঢাকা-কক্সবাজার ৪৭০০/=