ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

পর্তুগালে দাবানলে নিহত ২৫, দমকল কর্মীসহ আহত ২০

প্রকাশিত : ০২:১০ পিএম, ১৮ জুন ২০১৭ রবিবার | আপডেট: ০৪:২৯ পিএম, ১৮ জুন ২০১৭ রবিবার

পর্তুগালে দাবানলে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। দমকল কর্মীসহ আহত হয়েছে আরো ২০ জন।
কর্তৃপক্ষ জানায়, নিহতদের অধিকাংশই স্থানীয় সময় শনিবার রাজধানী লিসবন থেকে ২শ’ কিলোমিটার উত্তর-পূর্বে পেদ্রোগাও গ্রান্ডি এলাকায় গাড়িতে করে যাওয়ার সময় দাবানলের কবলে পড়ে। ৩ জন ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ও বাকিরা আগুনে পুড়ে মারা যায়। নিহতের সংখ্যা আরো বাড়বে বলে ধারনা করা হচ্ছে। প্রবল বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে শনিবার বিকেল থেকে তীব্র হয়ে ওঠে দাবানল। ১৭শ’রও বেশি দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।