ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

মাউন্ট কার্সটেঞ্জ পিরামিডে আটকে পড়া মুসা ইব্রাহীমকে উদ্ধার

প্রকাশিত : ০২:১৭ পিএম, ১৮ জুন ২০১৭ রবিবার | আপডেট: ১২:১৫ পিএম, ১৯ জুন ২০১৭ সোমবার

ওশেনিয়া অঞ্চলের সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিডে আটকে পড়া বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমকে অবশেষে উদ্ধার করা হয়েছে।
মুসার সঙ্গে থাকা অন্য দু’জনকেও উদ্ধার করা হয়েছে। খাবার ছাড়া ৩ দিন আটকে থাকার পর তাদের উদ্ধার করা গেল। শনিবার বাংলাদেশ সময় বেলা ১১টা ৪৩ মিনিটে তাদের উদ্ধার করেছে ‘গ্লোবাল রেসকিউ’য়ের একটি হেলিকপ্টার। মুসার সঙ্গে উদ্ধার হয়ে নিরাপদে আছেন ভারতের এভারেস্টজয়ী পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতা চন্দ্রশেখর। দুপুর ১২টায় এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন সত্যরূপ সিদ্ধান্ত। মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করতে গিয়ে বৃহস্পতিবার থেকে সেখানে আটকা ছিলেন মুসা ইব্রাহীমসহ তার দুই সহযোগী আরোহী। গত শনিবার তাদের খাবার শেষ হয়ে যায়। বৈরি আবহাওয়ার কারণে সেখানে খাবার নিয়ে যেতে পারেনি হেলিকপ্টার।