ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

মেডিটেশনকে স্থায়ী সমাজকল্যাণমূক সেবাখাতে অন্তর্ভুক্ত করার দাবি

প্রকাশিত : ০৪:০৮ পিএম, ১৮ জুন ২০১৭ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেডিটেশন সেবাকে স্থায়ীভাবে সমাজকল্যাণমূলক কার্যক্রম বিষয়ক সেবা খাতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন।

কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক সমন্বয় সুরাইয়া রহমান স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়, চলতি বছরের উত্থাপিত অর্থ বিলে মূসক অব্যাহতি প্রাপ্ত পণ্য বা সেবার তালিকায় মেডিটেশন সবোর অন্তর্ভুক্তির বিষয়টি দৃশ্যমান নয়। তাই অর্থ আইন ২০১৭ –এর ৭২ নং ধারার প্রথম তফসিলের প্রথম খণ্ডের ৪ নং দফায় বর্ণিত সমাজকল্যাণমূলক কার্যক্রম বিষয়ক সেবা সমূহের মধ্যে মেডিটেশন সেবা সংযোজিত করার দাবি জানানো হয়।

ওই স্মারকে আরও বলা হয়, “মেডিশন গ্রহণ করে হাতাশাগ্রস্ত অনেক শারীরিক ও মানসিক ব্যধিগ্রস্ত মানুষ মুক্তির প্রয়াস পায়। সে কারণে মেডিটেশন সেবার ওপর প্রযোজ্য মূসক হত্যাহারের প্রস্তাব করিছ।”

এর আগে ২৫ মে তিন দফা দাবিতে পৃথক আরেকটি স্মারকলিপি অর্থমন্ত্রী বরাবর জমা দেওয়া হয়। দাবিগুলো হলো-মেডিটেশন সেবায় মূসক অব্যাহতির পূর্ববর্তী সিদ্ধান্ত বহাল রেখে মেডিটেশন সেবাকে স্থায়ীভাবে মূসক অব্যাহতি প্রদান, মেডিটেশন সেবা যেহেতু একটি পরিপূরক স্বাস্থ্যসেবা তাই মূল্য সংযোজন কর আইনে মেডিটেশন সেবাকে সমাজ কল্যাণমূলক সেবা হিসেবে ঘোষণা করা ও দেশব্যাপী জনগণকে মেডিটেশন শিক্ষা প্রদানের জন্য জাতীয় বাজেটে বিশেষ অর্থ বরাদ্দ করা।