ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

আগামী নির্বাচন হবে অংশগ্রহণপূর্ণ : সেতুমন্ত্রী

প্রকাশিত : ০৪:২২ পিএম, ৭ জুলাই ২০১৭ শুক্রবার | আপডেট: ১২:২৪ পিএম, ৯ জুলাই ২০১৭ রবিবার

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি সবাইকে নির্বাচনে অংশ নেওয়ারও আহ্বান জানান। শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি পদচারী সেতু উদ্বোধন করার সময় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এসব অপচেষ্টা রুখতে হবে।

ফরহাদ মজহারের অপহরণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তিনি নিজেই বলেছেন সরকারকে বিব্রত করতেই তাকে অপহরণ করা হয়েছিল। কারা এটি করেছিল তা সরকার খুঁজে বের করবে।

ময়মনসিংহের শম্ভুগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত সেতু থেকে টোল আদায় বন্ধ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি আমি অর্থমন্ত্রীকে জানাব। এটি অর্থ মন্ত্রণালয়ের বিষয়।

পদচারী সেতুর উদ্বোধনের সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহে প্রথম পদচারী সেতু হিসেবে আজ এটি উদ্বোধন করা হয়। সেতুটি ব্যবহার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর থেকে রোগী ও রোগীর স্বজনেরা সহজে সড়ক পারাপার হতে পারবেন। এতে দুর্ঘটনার শঙ্কা ও সড়ক পারাপারের ঝুঁকি কমে গেছে বলে করেন ময়মনসিংহের মানুষ।

উদ্বোধনের পরপর সাধারণ মানুষ সেতুতে উঠে উচ্ছ্বাস প্রকাশ করে। এ সময় মানুষকে সেতুতে উঠে মুঠোফোনে ছবি তুলতে দেখা যায়। সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত পদচারী সেতুটির নির্মাণকাজ গত বছরের ১৫ নভেম্বর শুরু হয়। কাজ শেষ হয় এ বছরের ৩০ জুন। নির্মাণব্যয় ১ কোটি ১০ লাখ টাকা।

আর/ডব্লিউিএন