ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

জাতীয়করণের তালিকাভুক্ত সাত কলেজ

প্রকাশিত : ০২:০২ পিএম, ১১ জুলাই ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৫:৩৩ পিএম, ১১ জুলাই ২০১৭ মঙ্গলবার

জাতীয়করণের তালিকাভুক্ত হচ্ছে আরও সাতটি কলেজ। প্রাথমিক তালিকাভুক্ত এই সাতটি বেসরকারি কলেজের বিরুদ্ধে আদালতে কোনো অভিযোগ আছে কি-না তা শিক্ষা মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের একটি চিঠি পাওয়ার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে সাতটি কলেজ সম্পর্কে তথ্য জানতে জানাতে বলেছে।

কলেজ সাতটি হলো- জয়পুরহাট জেলার ক্ষেতলালের ছাইদ-আলতাফুন্নেছা কলেজ ও কালাইয়ের কালাই মহিলা কলেজ। নওগাঁর আত্রাইয়ের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ, গোপালগঞ্জের কোটালীপাড়ার শেখ রাসেল ডিগ্রি কলেজ, পাবনা জেলার ফরিদপুর উপজেলার মো. ইয়াছিন ডিগ্রি কলেজ। বগুড়ার ‍ধুনট উপজেলার ধুনট ডিগ্রি কলেজ এবং চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা ডিগ্রি কলেজ।

আর/ডব্লিউএন