ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

অনুদান পাচ্ছেন ৩০ হাজার মাদ্রাসা শিক্ষক

প্রকাশিত : ১০:১৯ এএম, ১২ জুলাই ২০১৭ বুধবার | আপডেট: ১১:০০ এএম, ১৩ জুলাই ২০১৭ বৃহস্পতিবার

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রায় ত্রিশ হাজার শিক্ষককে সরকারি অনুদানভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এলক্ষ্যে শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা, নিয়োগসহ যাবতীয় তথ্য ২৫ জুলাইয়ের মধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদফতরে পাঠাতে জেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে অনুদানের জন্য এর আগে যারা আবেদন করেছিলেন তাদেরকেও নতুন করে আবেদন করতে হবে।

বর্তমানে এক হাজার পাঁচশ ১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা অনুদান পান। মোট প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় সাত হাজার। বাকিরা অনুদানের বাইরে থেকেই পাঠদান করছেন বছরের পর বছর।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক প্রতিমাসে পাবেন দুই হাজার পাঁচশ টাকা এবং সহকারি শিক্ষক পাবেন দুই হাজার তিনশ টাকা।

//আর//এআর