ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

ছাগল পালনে ঋণ দেবে সরকার : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ১৩ জুলাই ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৩০ পিএম, ১৩ জুলাই ২০১৭ বৃহস্পতিবার

সরকার এখন থেকে ছাগল-ভেড়া এবং মহিষ লালন-পালনকারীদেরকে ৫ শতাংশ হারে ব্যাংক ঋণ সুবিধা দেওয়ার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, গাভী পালনে আমরা যদি ৫ শতাংশ সুদে ঋণ দিতে পারি, তাহলে ভেড়া-ছাগল এবং মহিষ এগুলিতে দিতে পারবো না কেন? দিলে মানুষ আরো উৎসাহিত হবে।

বৃহস্পতিবার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষণা ইসস্টিটিউট (বিএলআরআই) ও কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় কটন ও জুট সিষ্টেমে ভেড়ার পশম মিশিয়ে সুতা এবং সেই মিশ্রণে প্রস্তুতকৃত বস্ত্র সামগ্রী প্রধানমন্ত্রীকে হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, শুধু উৎপাদন করলেই তো হবে না। সেগুলো যদি সাথে সাথে বাজারজাতকরণের ব্যবস্থা না করে দেই, তাহলে কিন্তু কোনটাই টিকবে না। স্থায়ী হবে না। তিনি বলেন, আমাদের কিন্তু গরু-ছাগল কোরবানি দেওয়ারই রেওয়াজটা আছে। এখনও ভেড়া কোরবানির ব্যাপারে কোনো আগ্রহ কারো নেই, দেয়ও না। তিনি বলেন, এগুলো আস্তে আস্তে উৎসাহিত করা যায়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, কর্মসংস্থান ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশন থেকে ছাগল-ভেড়া এবং মহিষ লালন-পালনকারীদেরকে নিম্ন সুদে এই ঋণ সুবিধা দেওয়ার জন্য তিনি অর্থমন্ত্রীর সাথেও কথা বলবেন।

বঙ্গবন্ধুর সময় সমবায়ের ভিত্তিতে মিল্ক ভিটা তৈরির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বেসরকারি খাতের পাশাপাশি সমবায় ভিত্তিতে করলে তারা বাজারজাতকরণের সুবিধা পাবেন। কাজেই আমি মনে করি- ওভাবে আমাদের একটা উদ্যোগ নেওয়া উচিৎ। তাতে মানুষ আরো উৎসাহিত হবে।

অনুষ্ঠানে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী সায়েদুল হক, প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মন্ত্রণালয়ের সচিব মাসুদুল হক এবং বিএলআরআই মহাপরিচালক তালুকদার নুরুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরকে/ডব্লিউএন