ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএসসিসিতে ছুটি বাতিল

প্রকাশিত : ০৭:২৫ পিএম, ১৭ জুলাই ২০১৭ সোমবার | আপডেট: ১০:২৫ এএম, ১৮ জুলাই ২০১৭ মঙ্গলবার

চিকুনগুনিয়া প্রতিরোধে সকল কর্মকর্তা-কর্মচারীর শুক্র ও শনিবারের ছুটি বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মশক নিধন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সোমবার এ আদেশ দেন। 

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তর কুমার রায় জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। ফলে শুক্র ও শনিবারও কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে। 

এজন্য প্রতিদিন নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হচ্ছে বলে জনসংযোগ কর্মকর্তা জানান। তিনি বলেন, মেয়রের ঘোষণার অংশ হিসেবে সব কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। 

সম্প্রতি রাজধানীতে চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মেয়র সাঈদ খোকন আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে রোগটি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেন।

আরকে/ডব্লিউএন