ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

সানিকে টুইট

মেয়েকে নিজের মতো বানিও না

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ২৪ জুলাই ২০১৭ সোমবার | আপডেট: ১২:০৮ পিএম, ২৫ জুলাই ২০১৭ মঙ্গলবার

পর্নো তারকা থেকে বলিউড অভিনেত্রী সানি লিওন। আলোচিত-সমালোচিত অভিনয় করে বলিউডে নিজের অবস্থান তৈরি করেছেন সানি। পর্নো ক্যারিয়ার নিয়ে এখনও তাঁকে কটাক্ষ শুনতে হয়। কিন্তু দত্তক কন্যাকে নিয়েও যে সমালোচনা শুনতে হবে, তা বোধহয় কল্পনাও করেননি সানি।

কয়েক দিন আগেই একটি শিশুকন্যাকে দত্তক নিয়েছেন সানি লিওন ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার। মহারাষ্ট্রের লাতুর থেকে দত্তক নেওয়া কন্যার নাম রেখেছেন নিশা কৌর ওয়েবার। এ দম্পতি খুশি হয়েই সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েছিলেন। ইন্ডাস্ট্রি শুরু করে সাধারণ অনুরাগীও মা হওয়ায় টুইট করে সানিকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

কিন্তু সোশ্যাল মিডিয়ায় সানি যেমন অভিনন্দন যেমন পেয়েছেন তেমনই মেয়ে দত্তক নিয়ে সমালোচিত হয়েছেন। টুইটে কেউ টেনে এনেছেন সানির অতীতের পর্ন পেশা। কেউ ভাবছেন এটা সানির প্রচারে থাকার চেষ্টা।

একজন টুইট করেছেন, ‘ছোট্ট শিশুটির ভবিষ্যত ধ্বংস হবে। ইতিহাস তো তাই বলছে। এটা সানি প্রচারে থাকার জন্য করলেন।’

রাহুল পাণ্ডে লিখেছেন, ‘তুমি যাই কর না কেন ভারতরত্নও পাবে না, আবার মাদার তেরেসাও হবে না।’

ওমভির যাদব সানিকে পরামর্শ দিয়েছেন, ‘দেখো মেয়েকে আবার নিজের মতো তৈরি করো না।’

 প্রকাশ্যে সে সব প্রশ্নের জবাবও সাবলীল দক্ষতায় দিয়ে থাকেন সানি। তবে দত্তক কন্যাকে নিয়েও যে এ হেন সমালোচনা শুনতে হবে, তা বোধহয় তিনি কল্পনা করেননি। শুধু তাই নয়,

সানি ও ড্যানিয়েল দু’জনেই জন্মসূত্রে ভারতীয় বংশোদ্ভূত বিদেশি। তাঁদের সাদা চামড়া। কিন্তু কেন কালো চামড়ার এক ভারতীয় কন্যাকে দত্তক নিলেন, উঠেছে সে প্রশ্নও। অর্থাত্ বর্ণবৈষম্য বিতর্কেও টেনে আনা হল সানিকে।   

এই ঘটনা আক্ষরিক অর্থেই খ্যাতির বিড়ম্বনাও। সানি লিওন সবসময়ই পাবলিক আইতে রয়েছেন। ফলে তাঁর প্রফেশন হোক বা পার্সোনাল যে কোনও সিদ্ধান্ত নিয়েই যে নীতি পুলিশি হবে তা বোধহয় স্বাভাবিক। কিন্তু আদৌ এটা কতটা যুক্তিযুক্ত? প্রশ্নটা উঠছে সমাজের অভ্যন্তরেই। যদিও সানি নিজে এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি। তবে ইন্ডাস্ট্রির একটা অংশ এই নীতি পুলিশির বিরোধিতাই করছেন। সূত্র : আনন্দবাজার। 

//আর