ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

বিভাগীয় সভাপতির অপসারণ দাবি

রাবিতে ১১ শিক্ষকের অবস্থান ধর্মঘট

প্রকাশিত : ১১:৪২ এএম, ৬ আগস্ট ২০১৭ রবিবার | আপডেট: ০১:১০ পিএম, ৬ আগস্ট ২০১৭ রবিবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক . নাসিমা জামানের অপসারণ দাবিতে বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান ধর্মঘট করছেন ওই বিভাগের ১১ শিক্ষক

সভাপতির কক্ষে বঙ্গবন্ধুর ছবি না রাখা ও দায়িত্বে অবহেলাসহ বিভিন্ন অভিযোগ আনেন আন্দোলনকারী শিক্ষকরা।

তাদের দাবি, সভাপতির অপসারণ না হওয়া পর্যন্ত আজ থেকে রোজ সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান ধর্মঘট ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে।

আন্দোলনকারীরা গণমাধ্যমকে জানান, সভাপতি ও একজন শিক্ষিকা শিক্ষকদের সম্পর্কে ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এতে বিভাগের শিক্ষকদের মানহানি হচ্ছে ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আমরা আর কোনো উপায় থাকায় আন্দোলনে বসেছি।

তবে ক্লাস-পরীক্ষা বর্জনে শিক্ষার্থীদের ক্ষতি হবে এমন বিষয় উল্লেখ করলে তারা জানায়, আমরা এখন যে ক্লাস-পরীক্ষা বর্জন করছি তা পরে পুষিয়ে দেওয়া হবে। প্রয়োজনে আমরা ছুটির দিনে ক্লাস-পরীক্ষা নেব।

এর আগে গত ২ আগস্ট একই অভিযোগে সভাপতির প্রতি অনাস্থা জানিয়ে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন ওই ১১ শিক্ষক। এরআগে গত ৩১ জুলাই ওই ১১ শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অসদাচারণের অভিযোগ করে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেন বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা জামান।

 

//আর//এআর