ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

বায়োপসি রিপোর্ট

মুক্তার রক্তনালীতে টিউমার

প্রকাশিত : ০২:০১ পিএম, ৮ আগস্ট ২০১৭ মঙ্গলবার

বিরল চর্মরোগে রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামণির বায়োপসি প্রতিবেদন মেডিকেল বোর্ডের হাতে এসেছে। তার হাতের রোগ শনাক্তে করা বায়োপসি প্রতিবেদনে রক্তনালীতে টিউমার ধরা পড়েছে।


রিপোর্ট পর্যবেক্ষণ ও চিকিৎসার কর্মপরিকল্পনা ঠিক করতে আজ মেডিকেল বোর্ড বসছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে জানান, বোর্ডের বৈঠকের পর ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।


এর আগে ৫ আগস্ট ঢামেকের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের তিনতলার অপারেশন থিয়েটারে মুক্তার বায়োপসি করা হয়। বায়োপসির পর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে মুক্তাকে কেবিনে নেওয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পরে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়।


এরইমধ্যে মুক্তার চিকিৎসার জন্য একটি বোর্ড গঠনসহ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছে ঢামেক কর্তৃপক্ষ।
//এআর