Ekushey Television

প্রশ্নফাঁস: ৪ শিক্ষকসহ গ্রেফতার ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০১ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ০৩:০২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার

প্রশ্নফাঁস: ৪ শিক্ষকসহ গ্রেফতার ৫

প্রশ্নফাঁস: ৪ শিক্ষকসহ গ্রেফতার ৫

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জন শিক্ষক ও ফেসবুকের একটি গ্রুপের একজন অ্যাডমিনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার সকালে রাজধানীর উত্তরখান ও গাজীপুর এলাকা থেকে র‌্যাব-৩ এর একটি দল তাদের গ্রেফতার করে।

র‌্যাব-এর পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তবে আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি র‌্যাব।

আজ সোমবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারতি জানানোর কথা রয়েছে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এবারের এসএসসি ও সমমানের সবকটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। এসব ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে পরীক্ষা শেষে হাতে পাওয়া প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে। নানা রকম ব্যবস্থা নেওয়ার পরও প্রশ্নফাঁস ঠেকাতে পারছে না শিক্ষা মন্ত্রণালয়। এ ব্যর্থতার কথা স্বীকার করে গত বৃহস্পতিবার শিক্ষা সচিব সোহরাব হোসাইন বলেন, ‘বিদ্যমান পদ্ধতিতে প্রশ্নপত্র ফাঁস ঠেকানো সম্ভব নয়। তাই পরীক্ষা পদ্ধতির পরিবর্তন নিয়ে ভাবছে সরকার।’

 

একে// এআর