Ekushey Television

সেন্সর বোর্ডে বিদ্যা বালান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২ পিএম, ১৩ আগস্ট ২০১৭ রবিবার | আপডেট: ০২:১১ পিএম, ১৩ আগস্ট ২০১৭ রবিবার

সেন্সর বোর্ডে বিদ্যা বালান

সেন্সর বোর্ডে বিদ্যা বালান

বিদ্যা বালান। বলিউড অভিনেত্রী। ডার্টি পিকচার, বেগমজানের এই অভিনেত্রী এবার ভারতের সেন্সর বোর্ডের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন।


গত শুক্রবার নতুন দায়িত্ব পাওয়ার পর বিদ্যা গণমাধ্যমকে বলেন, `সেন্সর বোর্ডের সদস্য হতে পেরে খুব ভাল লাগছে। আশা করছি সেন্সর বোর্ডের এক জন সদস্য হিসেবে নিজের দায়িত্ব পালন করতে পারব। আর আমরা যে সমাজে বাস করি তার প্রতিফলন ঘটবে সিনেমায়।`

শুক্রবারই বড়সড় বদল ঘটেছে সেন্সর বোর্ডে। চেয়ারম্যানের পদ থেকে পহেলাজ নিহালনিকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন গীতিকার ও চিত্রনাট্যকার প্রসূন জোশী।  

//এআর