ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

নিউইয়র্কে শ্রদ্ধা-ভালোবাসায় জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ১৫ আগস্ট ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০১:৪৪ পিএম, ১৬ আগস্ট ২০১৭ বুধবার

যথাযোগ্য মর্যাদায় নিউইয়র্কে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। শোককে শক্তিতে পরিণত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে সম্মিলিতভাবে দায়িত্ব পালন এবং বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃতু্দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে নিতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন নিউইয়র্কের বাংলাদেশিরা। জাতীয় শোক দিবসের প্রধান কর্মসূচি অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায়।

জাতীয় শোক দিবস উপলক্ষে নিউইয়র্কে ১৫ আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর মাধ্যমে নিউইয়র্কে জাতীয় শোক দিবসের কর্মসূচি শুরু হয়।

নিউইর্য়কের জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় ‘মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের সম্মিলিত জোট, যুক্তরাষ্ট্র’ আয়োজিত শোক সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।

এ সময় সংসদ সদস্য মিজানুর রহমান মিজান বলেন, ‘৭৫ এর মতো আবারও ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। প্রিয় নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’

সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃতু্দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে নিতে আরও জোরালো ভূমিকা রাখতে প্রবাসীদের প্রতি আহবান জানান।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, ‘আজকের দিনে শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ নিতে হবে।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে মর্যাদার আসনে আসীন।’

স্মরণ সভায় উপস্থিত ছিলেন, মাসুদ বিন মোমেন, মো. শামীম আহসান কনসাল জেনারেল, ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধ সংগ্রামী মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, শওকত আকবর রচি, আলী হাসান কিবরিয়া অনু, জাসদ নুরে আলম জিকু সহ সংগঠনে অন্যান্য নেতৃবিন্দ ও দৈনিক প্রজন্মের সম্পাদক সৈয়দ রফিকুল জামাল।

আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক আইরিন পারভিন, কৃষক লীগের সভাপতি নুরুজামান।

এছাড়াও স্মরণ সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও অন্যান্যরা বক্তৃতা করেন।

ডব্লিউএন