ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

ঢাকার কয়েকটি প্রাচীন মসজিদ

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ২২ আগস্ট ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৯:০০ পিএম, ২৩ আগস্ট ২০১৭ বুধবার

একসময় ঢাকার পরিচিতি ছিল ‘মসজিদের শহর’ হিসেবে। মোগল আমল থেকেই মসজিদের শহর পরিচিতি পায় ঢাকা। এখনও এ  শহরে নিত্য নতুন নকশার মসজিদ স্থাপিত হচ্ছে। প্রাচীন আমলের বহু মসজিদ গৌরবের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এগুলো। এই মসজিদগুলোর এক একটি ইতিহাসের বাঁক। বহু ঘটনার সাক্ষী হয়ে আছে। সুযোগ হলে মসজিদগুলো ঘুরে দেখতে পারেন। কারণ এগুলো শুধু ধর্মীয় চর্চাকেন্দ্রই নয়, পর্যপটনের মাধ্যমও।

 

লালবাগ শাহী মসজিদ

লালবাগ শাহী মসজিদ রাজধানীর লালবাগ কেল্লার পাশে অবস্থিত। ১৭০৩ খ্রিষ্টাব্দে তৎকালীন ঢাকার উপ-শাসক সম্রাট আওরঙ্গজেবের প্রপৌত্র ফররুখশিয়রের পৃষ্ঠপোষকতায় মসজিদটি নির্মাণ করা হয়।

কসাইটুলি মসজিদ

পুরান ঢাকার কসাইটুলির কেপি ঘোষ সড়কের মসজিদটি ‘কাস্বাবটুলি জামে মসজিদ’ নামে পরিচিত। এর আরেক নাম ‘চিনির টুকরা মসজিদ’। জানা গেছে. হিজরি ১৩৩৮ সনে ব্যবসায়ী আবদুল বারি মসজিদটি নির্মাণ করেন।

হাজী শাহবাজ মসজিদ
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ প্রান্তে অবস্থিত প্রাচীন মসজিদ এটি। মোগল শাসনামলে শাহজাদা আযমের সময়কাল ১৬৭৯ খ্রিষ্টাব্দে মসজিদটি নির্মাণ করা হয়। হাজী শাহবাজ নামে অভিজাত ধনী ব্যবসায়ী মসজিদটি নির্মাণ করেন।

মুসা খান মসজিদ

মুসা খান মসজিদ আনুমানিক ১৬৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে নির্মিত হয়। ধারণা করা হয়, মসজিদটি ঈসা খাঁর ছেলে মুসা খান নির্মাণ করেন। এ মসজিদ প্রাক-মোগল স্থাপত্যের একটি নিদর্শন।

তারা মসজিদ

তারা মসজিদ পুরান ঢাকার আরমানিটোলায় আবুল খয়রাত সড়কে অবস্থিত। আঠারো শতকের শুরুর দিকে মির্জা গোলাম পীর নামে এক ধনাঢ্য ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন। পরে ১৯২৬ সালে ঢাকার ব্যবসায়ী আলী জান ব্যাপারী মসজিদটির সংস্কার করেন।



বিনত বিবির মসজিদ

মসজিদটি পুরান ঢাকার নারিন্দা এলাকায় অবস্থিত। মধ্যযুগে স্থাপিত ঢাকার সবচেয়ে পুরাতন মসজিদগুলোর মধ্যে অন্যতম এটি। ৮৬১ হিজরি বা ১৪৫৭ খ্রিষ্টাব্দে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের শাসনামলে মারহামাতের কন্যা মুসাম্মাত বখত বিনত বিবি এই মসজিদটি নির্মাণ করেন।

চকবাজার শাহী মসজিদ
শাহী মসজিদ পুরান ঢাকার চকবাজারে অবস্থিত মোগল আমলের মসজিদ। মোগল সুবেদার শায়েস্তা খান এটিকে ১৬৭৬ খ্রিষ্টাব্দে নির্মাণ করেন। তিনটি গম্বুজ আর বিশাল মিনার এ মসজিদের মূল আকর্ষণ।
//এআর