ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

ফেসবুকের ভুয়া খবর চিনবেন যেভাবে

প্রকাশিত : ০৫:২৫ পিএম, ২৪ আগস্ট ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৫:২৪ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৭ শনিবার

ফেসবুকে ভুয়া খবর ও গুজব ছড়ানোর প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। বিভিন্ন ধরনের অফার এমনকি ব্লাক মেইল করা হচ্ছে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে।

তাই বিভ্রান্ত হওয়ার আগে ফেসবুকে ভুয়া খবর চেনার উপায় জেনে নিন।

ওয়েবসাইট: প্রথমেই আপনাকে দেখতে হবে খবরটি কোন ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে। কারণ বেনামি নানা ধরনের ওয়েবসাইট থেকে ভুয়া খবরে চমকপ্রদ ছবি দিয়ে ফেসবুকে ভাইরাল করা হয়ে থাকে।

খবরের ফরম্যাট: ভুয়া খবর ছড়ানো ওয়েবসাইটগুলোতে খবরের ফরম্যাটে থাকে অগোছালো, বানানে থাকে ভুল।

হেডলাইন: প্রথমে খবরটির হেডলাইন ভালো করে পড়ুন। মনের রাখবেন যেগুলো ভুয়া সেগুলোতে অতিমাত্রায় চমকপ্রদ শিরোনাম থাকে, যা দেখলেই সন্দেহ সৃষ্টি হবে। পাঠক আকৃষ্ট করতেই এমন চমকপ্রদ হেডলাইন দেয়া হয়। তাই বাস্তবতার সঙ্গে মিল না থাকলে হেডলাইন দেখেই আকৃষ্ট হওয়া উচিত নয়।

ছবি: ভুয়া খবরে ব্যবহৃত ছবি বা ভিডিওতে অনেক কারসাজি থাকে। সন্দেহ হলে আপনার যাচাই করা উচিৎ।

একাধিক সূত্রে যাচাই করুন: ফেসবুকে কোনো খবর চোখে পড়লে বা কোনরকম সন্দেহ হলে তা গুগলে সার্চ করুন। দেখবেন এ বিষয়ে আসলেই কোনো খবর প্রকাশ হয়েছে কিনা।

খবরটি কি কৌতুক কিনা: ফেসবুকে কোনো খবর দেয়ার পরে এটি কি আসলেই কোনো খবর নাকি কৌতুক সেটা দেখতে হবে। যে সূত্রে খবর দেয়া হচ্ছে সেটি কৌতুকপূর্ণ খবর কিনা তা দেখতে হবে।

আর/ডব্লিউএন