ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

ম্যাসেঞ্জারের যে ম্যাসেজ ক্লিকে সাবধান

প্রকাশিত : ০৫:২১ পিএম, ২৭ আগস্ট ২০১৭ রবিবার | আপডেট: ০৫:২৪ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৭ শনিবার

ম্যালওয়্যারের শিকার এবার ফেসবুক ম্যাসেঞ্জারও। সাইবার সিকিউরিটি সংস্থা ক্যাসপারস্কাই ল্যাবের দাবি, ফেইসবুক ম্যাসেঞ্জারে ঘুরে বেড়াচ্ছে নানা বিপজ্জনক অ্যাডওয়্যার এবং ম্যালওয়্যার লিঙ্ক। ক্লিক করলেই খুলে যাচ্ছে বিজ্ঞাপনের সাইট। সে সব সাইট থেকে অর্থ কামাচ্ছে সাইবার অপরাধীরা।

অপরিচিত ব্যক্তি থেকে নয়, একেবারে কাছের বন্ধুর নাম করেই আসতে পারে এমন ম্যাসেজ। যেমন “ডেভিড ভিডিও” নামে ঘোরাফেরা করছে একটি ম্যাসেজ। সেখানে ক্লিক করলে একটি বিট.লি লিঙ্ক ফরোয়ার্ড হয়ে গুগল ডক পেজ খুলছে। সেখানে ওই ফেইসবুক ফ্রেন্ডের ছবিসুদ্ধ একটি ভিডিও রয়েছে। এই ভিডিও ক্লিক করলেই বেশ কিছু অযাচিত ওয়েবসাইট খুলে যাচ্ছে। 

ক্যাসপারস্কাই ল্যাবের সিনিয়র সিকিউরিটি গবেষক ডেভিড জেকবি বলেন, এই সব ওয়েবসাইট খুলে যাওয়া মানেই কুকিজ ঢুকে যাচ্ছে ব্রাউজারে, যার ফলে ইন্টারনেটে আপনার অ্যাকটিভিটি নজরে রাখছে তারা।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের মেসেজ আপনার ভুয়া ফেইসবুক বন্ধুর হাত ধরে আসছে। যার ফলে ক্লিক করার সম্ভবনাও বেশি থাকে। সে ক্ষেত্রে ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ারও আশঙ্কা থাকছে।

আরকে/ডব্লিউএন