ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় তূর্ণা এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত

প্রকাশিত : ১০:২৫ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৭ সোমবার

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় তূর্ণা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছেসোমবার ভোর পৌনে ৪টার দিকে ব্রাহ্মবাড়িয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন মৌড়াইল রেলক্রসিংয়ে এ ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম সিলেটের রেল যোগাযোগ সাময়িক বন্ধ থাকে। পরে বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল করছে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. শোয়েব

তিনি বলেন, ভোর পৌনে ৪টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ছেড়ে যাওয়ার পর মৌড়াইল রেলক্রসিংয়ের সামনে ইঞ্জিনসহ তিনটি বগিসহ লাইনচ্যুত হয়। পরে অপর একটি ইঞ্জিন সংযুক্ত করে দুর্ঘটনা কবলিত তিনটি বগি রেখে বাকি বগিগুলো নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। আখাউড়া লোকোসেড থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত ইঞ্জিন-বগিগুলো উদ্ধারে কাজ করছে বলেও জানান তিনি।

 

//আর//এআর