ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

কখনো পরিচালনায় আসবো ভাবিনি : জোলি

প্রকাশিত : ০১:২৮ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০২:২৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৭ বুধবার

সেই ১৯৮২ সালে হলিউডের রূপালি পর্দায় অভিষেক ঘটে অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির। ১৯৯৯ সালের সিনেমা ‘গার্ল ইন্টারাপ্টেড’য়ের জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রী হিসেবে অস্কার জয় করেন জোলি। পরবর্তীতে বিপুল জনপ্রিয়তা পান ‘লারা ক্রফট: টম্ব রাইডার’ দিয়ে।

অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ২০০৭ সালে। তিনি পরিচালনায় আসেন ‘আ প্লেস ইন টাইম’ তথ্যচিত্রের মাধ্যমে। অ্যাঞ্জেলিনা জোলির পরিচালিত সিনেমা ‘ইন দ্য ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি’ ও ‘বাই দ্য সি’ও বেশ প্রশংসিত হয়েছে।

টরন্টো চলচ্চিত্র উৎসব আসরে জোলি বলেন, পরিচালনায় আসবো কখনো ভাবিনি। এমনকি কখনও চিত্রনাট্য লিখবো এমনটাও চিন্তা করিনি। অভিনয়ের বাইরে পরিচালক ও চিত্র্যনাট্যকার হিসেবে নতুন করে পরিচিত হতে বেশ ভালো লাগছে।

কম্বোডিয়ার একনায়ক পল পট-এর শাসনামলের পটভূমিতে লং আং নামের এক কম্বোডিয়ান বংশোদ্ভূত মার্কিন নারীর জীবনের সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে জোলি পরিচালিত চতুর্থ সিনেমা ‘ফার্স্ট দে কিলড মাই ফাদার’।

 

আর/টিকে