ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

প্রতিশোধের কথা ভাবছে না বার্সা

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৪:৪৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার

চ্যাম্পিয়ন্স লিগে আবার ইউভেন্তুসের মুখোমুখি বার্সা। তবে এ ম্যাচে প্রতিশোধ নেওয়া নিয়ে বার্সেলোনা ভাবছে না বলে জানিয়েছেন দলটির গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনগত মৌসুমে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ইউভেন্তুসের মাঠে - গোলে হারে বার্সা। পরে ফিরতি লেগে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করে কাতালান ক্লাবটি

লা লিগায় এবার বার্সেলোনার শুরুটা দুর্দান্ত হয়েছে। শনিবার লিওনেল মেসির হ্যাটট্রিকে এসপানিওলকে ৫-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। দল ছন্দ ফিরে পাওয়ায় ইউভেন্তুসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ শুরু করার সম্ভাবনা দেখছেন টের স্টেগেন।

সোমবার সংবাদ সম্মেলনে টের স্টেগেন বলেন, আমরা কোনো কিছুর প্রতিশোধ নেওয়ার কথা ভাবছি না। গত বছর এখন অতীত, এই বছরে মনোযোগ দিতে হবে আমাদের। আমরা দেখাতে চাই আমরা কি করতে পারি। লা লিগার প্রথম ম্যাচগুলোতে আমরা বেশ ভালোভাবে শুরু করেছি। বলা যায় আপনি যদি কোনো গোল না খেয়েই নয়টি গোল করেন এবং তিনটি ম্যাচে জয় পান তাহলে অবশ্যই এগুলো ভালো অনুভূতি। কাম্প ন্যুয়ে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি।

 

আর/টিকে