ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

নাফ নদীতে রোহিঙ্গার লাশ ১শ’ ছাড়িয়েছে

প্রকাশিত : ১০:৩৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৭ বুধবার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীর বিভিন্ন পয়েন্ট থেকে আরও সাত রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নাফ নদী থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ওসি মো. মাইনউদ্দিন খান গণমাধ্যমকে বলেন, উদ্ধারকৃত লাশের মধ্যে তিনজন নারী, বাকিরা শিশু। স্থানীয়দের কাছে খবর পেয়ে আজ সকালে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পয়েন্ট থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ।

তিনি বলেন, মৃত তিন নারীর পরনে রয়েছে বার্মিজ থামি ও ব্লাউজ। ধারনা করা হচ্ছে, বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের সময় নৌকাডুবির ঘটনায় তাদের মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার রাতে একই পয়েন্টে আরও দুই রোহিঙ্গা শিশুর লাশ পাওয়া যায়। এ নিয়ে গত ২৫ আগস্টের পর থেকে কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন স্থানে ১০২ জন রোহিঙ্গার লাশ পাওয়া উদ্ধার করা হয়েছে।

মিয়ানমারের রাখাইনে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও একটি সেনা ক্যাম্পে গত ২৪ আগস্ট রাতে বিদ্রোহীদের হামলার পর সেখানে নতুন করে সেনা অভিযান শুরু হয়। ওই সময় থেকেই বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গা শরণার্থীদের স্রোত চলছে।

জাতিসংঘের কর্মকর্তারা জানান, মঙ্গলবার পর্যন্ত পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা তিন লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে।

আর/ডব্লিউএন