ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

পাখিদের জন্য ‘বিমানবন্দর’

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ২ অক্টোবর ২০১৭ সোমবার | আপডেট: ০৮:৫২ পিএম, ৪ অক্টোবর ২০১৭ বুধবার

এবার অতিথি পাখিদের জন্যবিমানবন্দর’ (অনেকটা অভয়ারণ্যের মত) তৈরি করছে চীন। দেশটির বন্দরনগরী তিয়ানজিনে এটি তৈরি করা হবে। এ অঞ্চলটিইস্ট এশিয়ান-অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়ে মধ্যে অবস্থিত৷

অতিথি পাখিরা বিশ্বের যে নয়টি ফ্লাইওয়ে ব্যবহার করে থাকে, তার মধ্যে এটি একটি ৷ প্রতিবছর ৫০ মিলিয়ন অতিথি পাখি এই ফ্লাইওয়ে দিয়ে উড়ে যায় ৷

যা থাকবে: পাখিদের জন্য তৈরি বিশ্বের প্রথম বিমানবন্দর এটি ৷ পাখিদের জন্য টেক অফ আর ল্যান্ডিংয়ের ব্যবস্থা রাখা হচ্ছে সেখানে৷ আশা করা হচ্ছে, সেখানে প্রায় ৫০ প্রজাতির (কয়েকটি বিলুপ্তির মুখে) অতিথি জলচর পাখি  আশ্রয় নেবে।

অভয়ারণ্যটি ৬১ হেক্টর জায়গার উপর গড়ে তোলা হবে ৷ সেখানে পাখিদের আশ্রয় নেয়ার জন্য থাকবে লেক, ঘাসের মতো ছোট উদ্ভিদের সমারোহ ইত্যাদি ৷ এছাড়া প্রায় ২০ হেক্টর এলাকা জুড়ে থাকবে বন৷

টার্মিনাল: যেহেতু এটি ‘বিমানবন্দর’ তাই টার্মিনাল থাকবেই। কিন্তু সেখানে থাকবে না কোনো চেক-ইন কাউন্টার। এর পরিবর্তে ‘লিনগাঙ বার্ড স্যাংচুয়ারি’র টার্মিনাল থেকে পর্যটকরা পাখি দেখতে পারবেন ৷

গবেষণা কেন্দ্র: ‘ওয়াটার প্যাভিলিয়ন’ নামে একটি গবেষণা কেন্দ্র থাকবে সেখানে। এ গবেষণাগারের মাধ্যমে পাখি বিষয়ক গবেষণায় নিজের নাম প্রতিষ্ঠা করতে চায় চীন৷ সেখানে হাঁটা ও সাইকেল চালানোর জন্য পথও তৈরি করা হবে৷

চীনের পরিকল্পনা অনুযায়ী ২০১৮ সালেই অভয়ারণ্য প্রতিষ্ঠার কাজ শেষ হবে।

সূত্র : ডয়েচে ভেলে।

/আর/এআর