ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

যে কারণে রাতভর ফোন চার্জ দেবেন না

প্রকাশিত : ১০:৫৫ এএম, ৮ অক্টোবর ২০১৭ রবিবার

অফিস শেষে বাসায় ফিরে মুঠোফোন চার্জে দেওয়া আমাদের অভ্যাস। মাঝে মধ্যে ঘুমোতে যাওয়ার আগে ফোন চার্জে দিয়ে আমরা বিছানায় গা এলিয়ে দিই। রাতভর চার্জেই থাকে ফোন। এভাবে ফোনে সারা রাত চার্জ দেওয়ায় ফলে মুঠোফোনের অনেকগুলো ক্ষতি বয়ে আনে। সারারাত মোবাইলে চার্জ দিয়ে ফোনের ক্ষমতাকে নিজের অজান্তেই একটু একটু করে নষ্ট করছেন আপনি।


প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, যারা নিজের স্মার্টফোন রাতে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন, তারা গড়ে বছরে তিন থেকে চার মাস মোবাইল চার্জে ব্যয় করেন। এতে একদিকে যেমন ইলেকট্রিক বিল বাড়ছে, অন্যদিকে আয়ু কমছে ফোনেরও। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা আরও বলেন, মোবাইল ফোনের চার্জ ৩৫ থেকে ৪০ শতাংশে নেমে গেলেই চার্জ দিতে হবে। এর থেকে বেশি চার্জ থাকলে মোবাইলে চার্জ দেয়ার প্রয়োজন নেই।


মোবাইলের আয়ু বাড়াতে মোবাইল ফোনকে ঠাণ্ডা পরিবেশে রাখতে হবে। উচ্চ তাপমাত্রা থেকে যতটা সম্ভব স্মার্টফোনকে দূরে সরিয়ে রাখা যায়, ততটাই মঙ্গল। তাই কখনই দরকারের চেয়ে বেশি সময় ধরে ফোন চার্জে বসিয়ে রাখা উচিত নয়। যাদের মধ্যে সারা রাত মোবাইল চার্জে বসিয়ে রাখার প্রবণতা রয়েছে, তারা এখনই বদলে ফেলুন এ অভ্যাস।


সূত্র : টেক ওয়ার্ল্ড।