ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

‘পেপাল’ বাংলাদেশে আসছে ১৯ অক্টোবর

প্রকাশিত : ০২:৪১ পিএম, ৯ অক্টোবর ২০১৭ সোমবার | আপডেট: ০৫:২৯ পিএম, ১২ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার

বাংলাদেশের ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের অপেক্ষা শেষ হতে যাচ্ছে। ১৯ অক্টোবর বাংলাদেশে চালু হতে যাচ্ছে অর্থ স্থানান্তরের অনলাইন প্ল্যাটফর্ম পেপাল। বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭’র দ্বিতীয় দিন পেপাল সেবা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

জানা গেছে, সোনালী, রূপালী ব্যাংকসহ নয়টি ব্যাংকে পেপাল সেবা পাওয়া যাবে। এর ফলে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা উপকৃত হবেন। এ ছাড়া রেমিট্যান্স আসার হার বাড়বে। ডিজিটাল ট্রানজেকশন বাড়বে।

পেপাল কি?

বিশ্বব্যাপী অনলাইন পেমেন্ট সিস্টেম হিসেবে কাজ করে মার্কিন কোম্পানি পেপাল হোল্ডিংস । এটি অনলাইন অর্থ স্থানান্তর ও প্রচলিত কাগুজে পদ্ধতির পরিবর্তে ইলেকট্রনিক পদ্ধতি হিসেবে কাজ করে। বিশ্বের অন্যতম বৃহত্তম ইন্টারনেট পেমেন্ট কোম্পানি হিসেবে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান ও ফ্রিল্যান্সারদের কাছে জনপ্রিয় মাধ্যম এটি।

 

এমআর/এআর