ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

দেখে নিন গ্যাস সিলিন্ডারের মেয়াদ

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ৯ অক্টোবর ২০১৭ সোমবার

শহুরে জীবনে রান্নার কাজে তরলীকৃত গ্যাসের বিকল্প নেই বললেই চলে। ইদানীং মফস্বল শহরেও রান্নার কাজে তরলীকৃত গ্যাস ব্যবহৃত হচ্ছে। এ সুযোগে বিভিন্ন কোম্পানি সিলিন্ডারে করে গ্যাস সরবরাহ করছে। কিন্তু প্রায়শই শোনা যাচ্ছে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা। তাই ‍দুর্ঘটনা ঘটার আগেই দেখে নিন গ্যাস সিলিন্ডারের মেয়াদ।

সব জিনিসের মত সিলিন্ডারেরও মেয়াদ শেষ বা expire date থাকে। যা আমরা অনেকে জানি না। আর মেয়াদ শেষ হওয়া কোনো সিলিন্ডার ঘরে রাখা মানে টাইম বোমা রাখার সমান।

সিলিন্ডারের গায়ে মার্ক করা কালো রংয়ের লেখাটাই হলো এক্সপায়ারি ডেট বা মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ। এখানে A, B , C, D সংকেত দিয়ে বোঝানো হয়েছে।

A = বছরের প্রথম তিন মাস যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ।

B = পরের তিন মাস: এপ্রিল, মে, জুন।

C = জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস।

D = অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসকেই বোঝানো হয়।

আর সবার শেষে বছরের শেষ দুই ডিজিট থাকে, অর্থাৎ 13 মানে 2013  খ্রিস্টাব্দ। যদি  আপনার সিলিন্ডারে C18 থাকে তার মানে হল 2018 সালের জুলাই, আগস্ট, অথবা সেপ্টেম্বর মাসেই আপনার সিলিন্ডারের মেয়াদ শেষ বা (expire date) হবে।

ডব্লিউএন