ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ধের সিদ্ধান্ত দুঃখজনক: এরদোগান

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১০ অক্টোবর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১০:২১ পিএম, ১০ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

তুরষ্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান বলেছেন তুরস্কের নাগরিকদের নন-ইমিগ্র্যান্ট ভিসা প্রদানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা খুবই দু:খ জনক । সোমবার এক যৌথ সংবাদ সেম্মেলনে এরদোগান এসব কথা বলেন ।

তিনি আরও বলেন, তুরস্কের সরকার আইনের শাসন মেনে চলে। সর্বোপরি আমরা কোনো উপজাতি নই,উপজাতি রাষ্ট্রও নই ।

তুরস্কের আঙ্কারায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস গতকাল রোববার তুর্কি নাগরিকদের নন-ইমিগ্র্যান্ট ভিসা প্রদানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘন্টা পরই যুক্তরাষ্ট্রের নাগরিকদের নন-ইমিগ্র্যান্ট ভিসা দেওয়ার ওপর একই ধরনের নিষেধাজ্ঞা দেয় তুরস্ক।

দেশ দুটির পাল্টাপাল্টি এমন নিষেধাজ্ঞার ফলে সংকটে পড়বেন নাগরিকরা। তাঁরা স্থায়ীভাবে বসবাসের জন্য দুটি দেশে গমন করতে পারলেও পর্যটন, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, পড়াশোনা কিংবা অস্থায়ী কোনো কাজের জন্য যাতায়াত করতে পারবেন না।

সম্প্রতি সিরিয়াকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে  মতভেদ দেখা দিয়েছে ।  আঙ্কারা সিরিয়া সরকারের সমর্থক যারা রাশিয়া ও ইরানের সাথে  সিরিয়া বিষয়ে একাধিক চুক্তি নিয়ে আলোচনা করেছে।

এ নিষেধাজ্ঞার মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরো তিক্ত হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা ।

সূত্র:আল-জাজিরা

এম/এআর