ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

নিজের ইচ্ছায় বিদেশ যাচ্ছেন প্রধান বিচারপতি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮:১১ পিএম, ১০ অক্টোবর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৫:৩৭ পিএম, ১২ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্বেচ্ছায় বিদেশ যাচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সেই সাথে বিচারপতির বিদেশ যাওয়া নিয়ে রাজনীতি না করার আহবানও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘ন্যাশনাল অ্যাডভোকেসি মিটিং অন নিউটেশন’ শীর্ষক অনুষ্ঠানে নাসিম এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী এসময় আরও বলেন, ‘প্রধান বিচারপতি অসুস্থতার কারণে চিকিৎসা নিচ্ছেন। তিনি চিকিৎসার জন্য বিদেশ যাবেন নিজের ইচ্ছায়।’

তিনি আরো বলেন, প্রধান বিচারপতি সম্মানিত ব্যক্তি। তিনি নিজে অসুস্থতার কথা জানিয়েছেন। মানুষ যে কোনো মুহূর্তে অসুস্থ হতে পারে। তিনি এখন বিদেশে যেতে চান। এ নিয়েও রাজনীতি শুরু হয়েছে। তিনি নিজে ডাক্তার দেখাচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন।

প্রধান বিচারপতি গৃহবন্দি- বিএনপির এমন দাবির প্রসঙ্গ স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি একজন প্রধান বিচারপতি, তাকে কেন গৃহবন্দি করা হবে? একজন প্রধান বিচারপতিকে কি গৃহবন্দি করে রাখা সম্ভব ?

 

এমআর/টিকে