ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

প্রস্তুতি ম্যাচে ২৫৬ রানের টার্গেট দিলো টাইগাররা

প্রকাশিত : ০৬:২৭ পিএম, ১২ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:২৮ পিএম, ১২ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশকে ২৫৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ দল। টসে জিতে ব্যাট করতে নেমে ৪৮ দশমিক ১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৫ রান তুলতে সক্ষম হন টাইগার ব্যাটসম্যানরা। দলের বিপর‌্যয়ে অর্ধশত রান করে পরিস্থিতি সামাল দেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সাব্বির রহমানও পেয়েছেন ফিফটির দেখা।

সাকিব ৬৭ বলে ৯ চারে ৬৮ রানের ইনিংস খেলেছেন। আর সাব্বির ৫২ রান করেছেন ৫৪ বলে। হাকিয়েছেন ৩টি ছক্কা। দলের তৃতীয় সর্বোচ্চ ২৭ রান এসেছে ওপেনার ইমরুল কায়েসের ব্যাট থেকে। এছাড়া মুশফিকুর রহিম ২২ ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ১৭ রান করেছেন।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর‌্যয়ে পড়েছিলো বাংলাদেশ। ৬৩ রানেই চার উইকেট হারিয়েছিল টাইগাররা। সাকিব-সাব্বিরের অর্ধশতকের কল্যাণে ২৫৫ রানের সম্মানজনক সংগ্রহ দাঁড় করাতে স্ক্ষম হয় টাইগাররা।

 

সূত্র: ক্রিকইনফো

এমআর/এআর