ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

টি-টোয়েন্টিতে নেই তাহির-রাবাদা

প্রকাশিত : ১০:১৭ এএম, ১৮ অক্টোবর ২০১৭ বুধবার

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির সংবাদ যে, ঘোষিত সেই দলে নেই কাগিসো রাবাদা। টেস্ট সিরিজ ও প্রথম ওয়ানডেতে টাইগার ব্যাটসম্যানদের নাজেহাল করা কাগিসো রাবাদাকে বিশ্রাম দেওয়া হয়েছে টি-টোয়েন্টি সিরিজে। সেই সঙ্গে দলে নেই টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে তিন নম্বর বোলার লেগস্পিনার ইমরান তাহিরও।

প্রোটিয়া দলে নতুন মুখ রবি ফ্রাইলিঙ্ক। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন ওয়েইন পারনেল। ইমরান তাহিরের অবর্তমানে দলের স্পিন বিভাগকে সামলানোর জন্য ডাকা হয়েছে অ্যারন ফাঙ্গিসো ও তারবেইজ শামসিকে।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল : ফাফ ডু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বেহারডিয়েন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক) , এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ডেভিড মিলার, মাঙ্গালিসো মোশেলে, ড্যান প্যাটারসন, অ্যারন ফাঙ্গিসো, অ্যানদিলে ফেলুকেয়ো, রবি ফ্রাইলিঙ্ক, তারবাইজ শামসি ও বেরুন হেনড্রিক্স।

সূত্র: ইএসপিএনক্রিকইনফো

এমআর/এআর