ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

১ নভেম্বর জাতীয় আয়কর মেলা

প্রকাশিত : ০৭:১৩ পিএম, ২২ অক্টোবর ২০১৭ রবিবার | আপডেট: ১০:৪২ এএম, ২৩ অক্টোবর ২০১৭ সোমবার

আগামী ১ নভেম্বর রাজধানীসহ সারা দেশে শুরু হচ্ছে জাতীয় আয়কর মেলা। এ মেলা বিভাগীয় শহরগুলোতে চলবে ৭ নভেম্বর পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে

আয়কর মেলা জেলা শহরে চলবে চার দিনব্যাপী আর উপজেলা শহরে চলবে দুই দিনব্যাপী। মেলা শেষে আগামী ৮ নভেম্বর সেরা করদাতাদের সম্মাননা দেবে এনবিআর।

এনবিআর সূত্রে জানা গেছে, আয়কর মেলার পর আগামী ২২ নভেম্বর শুরু হবে কর সপ্তাহ। আর ৩০ নভেম্বর পালিত হবে জাতীয় আয়কর দিবস। ওই সময় পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেয়া যাবে। এরপর উপ-কর কমিশনারের কাছে সময় বৃদ্ধির আবেদন ও জরিমানা দিয়ে রিটার্ন জমা দেয়া যাবে।

উল্লেখ্য, এবার প্রথমবারের মতো বেসরকারি চাকরিজীবীদের আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে। করযোগ্য আয় থাকুক বা না থাকুক, তাদের রিটার্ন জমা দিতে হবে। অন্যথায় ওই চাকরিজীবীকে দেয়া বেতন-ভাতাকে প্রতিষ্ঠানের খরচ হিসেবে দেখানো যাবে না। সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীদের বেতন-ভাতা ১৬ হাজার টাকার বেশি হলে তাদেরও রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে।

 

আর