ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

৫২০০ জনকে প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর

প্রকাশিত : ০৮:২৭ পিএম, ৯ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার

যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ৬৪ জেলায় তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ  প্রকল্পের আওতায় ঢাকা, চট্রগ্রাম, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল অঞ্চলের বিভিন্ন শাখায়  প্রশিক্ষণ দেয়া হবে।

যে যে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে

কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন-৪৯০০ জন,  প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন-৩০০ জন।

এপ্লিকেশনের যোগ্যতা

প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্সের জন্যএইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা সমমানের কাওমি মাদ্রাসা থেকে উত্তীর্ণ প্রার্থী হতে হবে।

কম্পিউটার বেসিক এন্ড আইসিটি কোর্সের জন্যএইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা সমমানের কওমি মাদ্রাসা থেকে উত্তীর্ণ প্রার্থী হতে হবে। তবে প্রার্থীদেরকে কম্পিউটার বেসিক এন্ড এপ্লিকেশন কোর্সের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

আবেদনের বয়স

১৮-৩৫ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কোর্সের মেয়াদ

৬ মাস

প্রশিক্ষণ শুরুর তারিখ

১লা জানুয়ারি,২০১৭ প্রশিক্ষণ শুরু হবে।

আবেদনের শেষ সময়

২০ ডিসেম্বর,২০১৭ পর্যন্ত আবেদন করা যাবে।

 

কোর্স সম্পর্কে বিস্তরিত জানতে নিচের লিংকে ক্লিক করুন

http://dyd.portal.gov.bd/sites/default/files/files/dyd.portal.gov.bd/page/47cbfefa_6fa9_421d_9bd1_8c0f97d98632/350001.pdf                                       

অথবা

প্রতিষ্ঠানটির ওয়েবসাইট (www.dyd.gov.bd) থেকেও বিস্তারিত জানা যাবে।

এম/ডব্লিউএন