ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

রোহিঙ্গা অনুপ্রবেশকে কেন্দ্র করে উত্তেজনা

প্রকাশিত : ১২:২০ পিএম, ১০ নভেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ০২:১৬ পিএম, ১০ নভেম্বর ২০১৭ শুক্রবার

রোহিঙ্গা অনুপ্রবেশকে কেন্দ্র করে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর বিজিবি ক্যাম্পের সদস্য ও ভারতের ফুলবাড়িয়া ক্যাম্পের বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনা চলেছে। বিজিবির সহায়তায় স্থানীয় লোকজন ভারতের ফুলবাড়িয়া ক্যাম্পের এসআই লিটন সরকার (৩৭) নামক এক বিএসএফের সদস্যকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কাজীপুর সীমান্তের ১৪৬ নং পিলারের কাছে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।

গ্রামবাসী বলছেন, কাজীপুর সীমান্তের ১৪৬ নম্বর পিলারের পাশে পুশব্যাকের জন্য কয়েক হাজার রোহিঙ্গা জড়ো করে বিএসএফ সদস্যরা। টের পেয়ে স্থানীয় জনতা ও বিজিবি সদস্যরা তৎপর হয়ে উঠে।

সূত্র জানা গেছে, বিএসএফ সদস্যরা কাজীপুর সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা টের পেয়ে প্রতিহত করতে যায়। বিএসএফের সদস্য ও জনতার মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। বিএসএফের এসআই লিটন সরকারকে আটক করা হয়। লিটন কাজীপুর বিজিবি ক্যাম্পে রয়েছেন। কাজীপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মনোয়ার হোসেন লিটনের আটকের তথ্য নিশ্চিত করেন।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষ্ণুপদ পালের ভাষ্য, বিজিবি-বিএসএফের মধ্যে বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

টিআর/ডব্লিউএন