ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

সিআইপি কার্ড পেলেন ১৬৪ ব্যবসায়ী

প্রকাশিত : ১১:০৪ পিএম, ১২ নভেম্বর ২০১৭ রবিবার | আপডেট: ১১:২৪ পিএম, ১৩ নভেম্বর ২০১৭ সোমবার

রপ্তানি বাণিজ্যে অবদানের জন্য ১৬৪ জন ব্যবসায়ীকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) কার্ড দিল সরকার। বাণিজ্য মন্ত্রণালয় ২০১৪ সালের জন্য তাদের নির্বাচিত করে এই সম্মান দিয়েছে। রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে সিআইপি-২০১৪ কার্ড বিতরণ করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাণিজ্য সচিব শুভাশীস বসু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআিই) সভাপতি শেখ ফজলে ফাহিম, সাবেক এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, সাবেক ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহীম প্রমুখ।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর কাছ থেকে সিআইপি কার্ড নিচ্ছেন অকোটেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমান দু’টি স্বপ্ন দেখেছিলেন। প্রথমটি তিনি বাস্তবায়ন করেছেন। যেটি হলো দেশের স্বাধীনতা। দ্বিতীয়টি বাস্তবানের পথে। সেটি হলো  দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। দেশ স্বাধীনের সময় আমাদের রপ্তানির  পরিমান মাত্র ৩০০ মিলিয়ন থাকলেও তা বাড়তে বাড়তে আজ ৩৫ বিলিয়নে  ঠেকেছে। বঙ্গবন্ধুর এ স্বপ্ন পূরণে দেশের ব্যবসায়ীদের অবদান সর্বাধিক। ব্যবসায়ীদের অবদান এভাবে অব্যাহত থাকলে দেশ তলাবিহীন ঝুড়ির খেতাবে আর থাকবে না। বরং উন্নয়নের রোল মডেলের খেতাবের চেয়ে বড় কোনো খেতাব পাবে।

রফতানি বাণিজ্যে বিশেষ অবদানের জন্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর কাছ থেকে সিআইপি কার্ড নিচ্ছেন আবদুল মোনেম লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মহিউদ্দিন মোনেম

সভাপতির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু তার বক্তব্যে বলেন, আমরা ২৫টি পণ্য নিয়ে আমাদের রপ্তানি শুরু করেছিলাম। এখন রপ্তানি পণ্যের তালিকায় ৭৪৪টি পণ্য। দেশে দিনে দিনে বহুমুখী উৎপাদন বাড়ছে বহুমুখী রপ্তানিও বাড়ছে। ব্যবসায়ীদের অনবদ্য চেষ্টা আর সরকারের ব্যবসাবান্ধব নীতির কারণে আমাদের এ অগ্রগতি  সম্ভব হয়েছে। আগামীতে বিশ্বে চীনের বাজার ধরবে বাংলাদেশ। সেক্ষেত্রে বাংলাদেশে রপ্তানি ভলিয়ুম আরও বেড়ে যাবে।  চীন বিশ্ব বাজারে পোশাক রপ্তানির বাজার রেখেছিল ৩৯ শতাংশ। এখন সে চীনের সে দখল কমে ৩৬ শতাংশে এসেছে।

সিআইপি কার্ডপ্রাপ্তদের এ তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ২০১৪ সালে ২২টি পণ্য খাতের মধ্যে ১৬টি পণ্য খাতে ১৩১ জন রপ্তানিকারক এবং পদাধিকাকর বলে ৩৩ জন ব্যবসায়ীকে আনুষ্ঠানিকভাবে সিআইপি ২০১৪  সম্মানে ভূষিত করা হয়েছে।

যাঁরা সিআইপি হলেন : এগ্রো প্রোসেসিং বা কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাত ক্যাটাগরিতে সিআইপি হয়েছেন আহসান খান চৌধুরী, অঞ্জন চৌধুরী, মোহাম্মদ মনসুর, গোবিন্দ চন্দ্র সাহা, গকুল চন্দ্র সাহা, ড. শেখ আবদুল কাদের, মো. রফিকুল ইসলাম (লিটন), আবদুল মোতালেব ও আহসান খান চৌধুরী।

দেশের রফতানি বাণিজ্যে বিশেষ অবদানের জন্য সিআইপি হয়েছেন  ইউনিয়ন গ্রুপের চেয়ারম্যান রানা শফিউল্লাহ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাকিবুল কবির।

তৈরি পোশাক খাতে ওভেন ক্যাটাগরিতে সিআইপি হয়েছেন সাইনেস্ট এ্যাপারেলসের স্বত্ত্বাধিকারী আলী আজিম খান, মেসার্স ম্যানতা  এ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম মুর্শেদী, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ। এই ক্যাটগারিতে অন্যরা হলেন ব্যবসায়ী আতিকুল ইসলাম, সাজ্জাদুর রহমান মৃধা, শরীফ জহীর, আরশাদ জামাল,  মুজিবুর রহমান, মেজবাহউদ্দিন খান, আজিজুল ইসলাম, মহিদুল ইসলাম খান, কাজী এ এফ এম জয়নুল আবেদিন, ফেরদৌস পারভেজ বিভন, ইতেমাদ উদ দৌলাহ, ওয়াসিম রহমান, কসমোপলিটন ইন্ডাস্ট্রির তানভীর আহমেদ ও এলিগেন্ট  গ্রুপের তানভীর আহমেদ।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর কাছ থেকে সিআইপি কার্ড নিচ্ছেন মেসার্স ম্যানতা এ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম মুর্শেদী

নিট ক্যাটাগরিতে সিআইপি মনোনীত হয়েছেন গোলাম মোস্তফা, স্যামুয়েল এস চৌধুরী, নাফিস সিকদার, গাওহার সিরাজ জামিল, মাসুদুজ্জামান, অমল পোদ্দার, নাজীম উদ্দিন আহমেদ, মো. শামসুজ্জামান, মো. আসাদুল ইসলাম, মহিউদ্দিন ফারুকী, নাবিল উদ দৌলাহ, জয়নাল আবেদীন মোল্লা, রিয়াজ উদ্দন আল মামুন, আসিফ আশরাফ, আসিফ মঈন, আবদুস সোবহান, আবদুল কাদির মোল্লা, আসিফ ইব্রাহিম, মো. মশিউর রহমান চমক, এম এ সবুর, এফ এম কবির মহিউদ্দিন, মো. নাসির উদ্দিন, প্রীতি পোদ্দার, সাফিনা রহমান, নুরুল আলম চৌধুরী, অঞ্জন শেখর দাশ, শেখ এইচ এম মোস্তাফিজ, রানা শফিউল্লাহ, রাকিবুল কবির, এম ডি এম জালাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আবদুল জব্বার, খলিলুর রহমান, সুলতানা জাহান, শাহরিয়ার আহমেদ, এ বি এম সামসুদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান এবং বস্ত্র খাতে কুতুব উদ্দিন আহমেদ, সাখাওয়াত হোসেন, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ নূরুল ইসলাম, মোহাম্মাদ আবদুল্লাহ জাবের ও আবদুল্লাহ মোহাম্মদ জুবায়ের।

ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর কাছ থেকে সিআইপি কার্ড নিচ্ছেন এফবিসিসিআই পরিচালক আসিফ ইব্রাহীম

কাঁচাপাট পণ্য খাতে সিআইপি হয়েছেন হাসান আহমেদ ও মোহাম্মদ শাহজাহান, পাটদ্রব্যে শেখ নাসির উদ্দিন, নাজমুল হক ও মাহমুদুল হক, মো. হুমায়ুন কবির ও মোহাম্মদ শাহজাহান।

চামড়া ও চামড়াজাত পণ্যে মো. আবদুল মাজেদ, শেখ মোমিন উদ্দিন, মো. টিপু সুলতান, মো. শামসুর রহমান, অনিরুদ্ধ কুমার রায়, মোহাম্মদ সাইফুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ মাহিন, জয়নাল আবেদিন মজুমদার, শেখ মোমিন উদ্দিন ও মো. নাজমুল হাসান।

হিমায়িত খাদ্যে আবদুল জব্বার মোল্লা, মো. মুছা মিয়া, মো. তৌহিদুর রহমান, মো. রেজাউল হক, মো. আমিন উল্লাহ, ইয়াসমিন খান, কাজী সাদ্দাম শাহনেওয়াজ প্রিন্স, এস এম আমজাদ হোসেন, এস এম মিজানুর রহমান, আবুল হোসেন, শ্যামল দাস, মো. মাসুদুর রহমান ও মিয়া মোহাম্মদ আবদুস সালাম।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর কাছ থেকে সিআইপি কার্ড নিচ্ছেন প্রাইম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল  আউয়াল

ওষুধ শিল্প খাতে আবদুল মুক্তাদির, হস্তশিল্পজাত পণ্যে সফিকুল আলম সেলিম, বার্থা গীতি বাড়ৈ ও গোলাম আহসান সিআইপি হয়েছেন। সিরামিকে বিলাল মামুন ও আহমেদ কামরুল ইসলাম চৌধুরী এবং প্লাস্টিক পণ্যে রবীন্দ্রনাথ পাল ও জসিম উদ্দিন সিআইপি হয়েছেন।

সিআইপি তালিকায় অন্যদের মধ্যে রয়েছেন কম্পিউটার সফটওয়্যার, সেবা ও ডাটা প্রসেসিং খাতে এ এস এম মহিউদ্দিন মোনেম, রেজওয়ান রহমান এবং বিবিধ খাতে মেসার্স মিশু এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. শাহ সূজা মিল্লাত, মীর নাসির হোসেন, মো. মোশারফ হোসেন, মির্জা সালমান ইস্পাহানি, আবদুল মজিদ মণ্ডল, কে এম রেজাউল হাসানাত, মোহাম্মদ হাসান ইমাম, কামাল উদ্দিন আহমেদ, মোহাম্মদ আমানউল্লাহ, মোহাম্মদ আসাদুজ্জামান, মো. পারভেজ রহমান, মো. মনির হোসেন, আমীর আলী হোসাইন, প্রকাশ রঞ্জন দাসগুপ্ত, মোহাম্মদ হেলাল মিয়া,  আহমেদ কামরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম, নুর-ই ইয়াছমিন ফাতেমা, আবদুছ ছামাদ মোহাম্মদ রফিকুল ইসলাম, সালাহউদ্দিন আলমগীর, মো. আবদুল আউয়াল, মো. তানভীর খান ও মোহাম্মদ আনিসুর রাজ্জাক।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর কাছ থেকে সিআইপি কার্ড নিচ্ছেন  আদুরি এ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লা

এফবিসিসিআই পরিচালক হিসেবে কাজী আকরাম উদ্দিন আহমেদ, কে এম সেলিম ওসমান এমপি, মো. আমিনুল হক (শামীম), মো. রেজাউল করিম রেজনু, মো.  মমতাজ উদ্দিন, প্রবীর কুমার সাহা, এ কে এম শাহিদ রেজা, মো. জালাল উদ্দিন আহমেদ, তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু, মীর নিজাম উদ্দিন আহমেদ, সাফকাত হায়দার, আনোয়ার হোসেন, আবু মোতালেব, ওবায়দুর রহমান, মো. শফিকুল ইসলাম ভরসা, এম এ মোমেন, মো. হারুন-অর-রশীদ, কে এম আখতারুজ্জামান, শাহেদুল ইসলাম হেলাল, আসিফ ইব্রাহীম, এম এ সালাম, মোহাম্মদ আলী সরকার, আমিনুল হক, সালাহ উদ্দিন আলী আহমেদ, গোলাম মঈনুদ্দিন, ইঞ্জিনিয়ার মোহাব্বত উল্যাহ, মোস্তফা আজাদ চৌধুরী বাবু, কে এম জামান, জাহাঙ্গীর আলামিন, কাজী শাহনেওয়াজ, নাজমুল হক, আবদুল মোক্তাদির ও মো. শাহজালাল মজুমদার সিআইপি হয়েছেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর কাছ থেকে সিআইপি কার্ড নিচ্ছেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক জসিম উদ্দিন।

সিআইপিরা যেসব সুবিধা ভোগ করবেন: সিআইপিরা এক বছর পর্যন্ত বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন। সিআইপি কার্ডের মেয়াদকালীন বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র ও গাড়ির স্টিকার পাবেন। এ ছাড়া বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও মিউনিসিপ্যাল আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন।

সিআইপি কার্ডধারীরা ব্যবসায়-সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। ব্যবসায়-সংক্রান্ত কাজে বিদেশ ভ্রমণে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ভিসাপ্রাপ্তির জন্য সংশ্নিষ্ট দূতাবাসকে উদ্দেশ করে `লেটার অব ইন্ট্রুডাকশন` ইস্যু করবে। সিআইপিরা বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা পাবেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর কাছ থেকে সিআইপি কার্ড নিচ্ছেন প্রাণ-আরএফএল গ্রুপের আরএফএল প্লাস্টিক লিমিটেডের পরিচালক রথীন্দ্র নাথ পাল

দেশের রপ্তানিকারক, শিল্পপতি ও ব্যবসায়ীদের মধে জাতীয় পর্যায়ে সম্মানিত, উৎসাহ, উদ্দীপনা ও পারস্পরিক সুষ্ঠু প্রতিযোগিতার আবহ সৃষ্টি করাই হচ্ছে সিআইপি (রপ্তানি) কার্ড বিতরণের উদ্দেশ্য।

আরকে/ডব্লিউএন