ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি দিল ইসলামী ব্যাংক

প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ১৪ নভেম্বর ২০১৭ মঙ্গলবার

যশোর খুলনা অঞ্চলের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। গত শুক্রবার যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে ২৭৮ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তির অর্থ শিক্ষা উপকরণ হস্তান্তর করা হয়।

ইসলামী ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব-উল-আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডাইরেক্টর মোহাম্মদ হুমায়ূন কবির, এফসিএ, প্রফেসর ড. কাজী শহীদুল আলম, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কায়সার আলী, যশোর জোনপ্রধান মিজানুর রহমান, খুলনা জোনপ্রধান মো. মাকসুদুর রহমান, বাংলাদেশ ব্যাংক খুলনার জেনারেল ম্যানেজার মো. রবিউল ইসলাম, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক একেএম গোলাম আযম, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে মোহাম্মদ হুমায়ূন কবির বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকেই সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করছে। এ ব্যাংক দেশে কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক।

ড. কাজী শহীদুল আলম বলেন, ইসলামী ব্যাংক দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করছে। দারিদ্র দূরীকরণে এ ব্যাংকের ভুমিকা অনুকরণীয়। তিনি দারিদ্রকে পেছনে ফেলে নিরলস পরিশ্রম ও সাধনার মাধ্যমে দেশ গড়ার কাজে নিজেদের আত্মনিয়োগ করতে শিক্ষার্থীদের আহবান জানান।  সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর